কলকাতা: পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর কপাল ভালো, আর্জেন্টিনাকে (Argentina) তার জন্য বড় খেসারত দিতে হয়নি। ইকুয়েডরকে (Equador) হারিয়ে কোপা আমেরিকার (Copa America) সেমিফাইনালে উঠল ২০২২ সালের বিশ্বজয়ীরা। টাইব্রেকারে আরও একবার ত্রাতা হয়ে উঠলেন এমিলিয়ানো মার্তিনেজ (Emi Martinez)।
বিশ্বকাপ, ইউরো কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মতো যে কোনও বড় টুর্নামেন্টে খেলা ৯০ মিনিট অমীমাংসিত থাকলে দুই অর্ধ মিলিয়ে ৩০ মিনিট অতিরিক্ত সময় বা এক্সট্রা টাইম খেলা হয়। তাতেও ফল না হলে টাইব্রেকার। কিন্তু কোপার নক আউটে অতিরিক্ত সময় নেই, ৯০ মিনিটের পর সোজা পেনাল্টি শুটআউট। শুধুমাত্র ফাইনালে পূর্ণাঙ্গ ম্যাচ হবে।
আরও পড়ুন: দিল্লি থেকে মুম্বই, ভারতীয় দলকে নিয়ে আবেগের বিস্ফোরণ
Lionel Messi MISSES the first penalty 🤯❌ pic.twitter.com/qJYXPSnX8L
— LiveScore (@livescore) July 5, 2024
কোপায় নেই কোনও শেষ ষোলোর পর্ব। গ্রুপ পর্ব থেকে সোজা কোয়ার্টার ফাইনালে উঠেছেন মেসিরা। ইকুয়েডরের বিরুদ্ধে তাঁরা সহজেই জয় পাবেন বলে মনে করা হয়েছিল। খেলার ৩৫ মিনিটে ম্যাকঅ্যালিস্টারের পাস থেকে ১-০ করে দেন লিসান্দ্রো মার্তিনেজ। গোল খেয়ে দমে যাননি ইকুয়েডরের খেলোয়াড়েরা। তাঁরা লড়াই চালিয়ে যান এবং ৯০+১ মিনিটে সমতা ফেরান কেভিন রডরিগেজ। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে।
প্রথম শট নিতে আসেন লিও মেসি। তাঁর পানেনকা শট বারে লেগে ফিরে আসে। ইকুয়েডরের হয়ে প্রথম শট নিতে আসা অ্যাঙ্খেল মেনার শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান মার্তিনেজ। এরপর আর্জেন্টিনার হয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ। কিন্তু ইকুয়েডরের অ্যালান মিন্দার শট আবারও একদিকে ঝাঁপিয়ে সেভ করেন মার্তিনেজ। ম্যাকঅ্যালিস্টার, মন্তিয়েল এবং ওতামেন্দি পরপর গোল করায় ম্যাচ জেতে আর্জেন্টিনা।
দেখুন অন্য খবর: