কলকাতা: কলকাতা ডার্বি নিয়ে জট কিছুতেই কাটছে না। দিন এগিয়ে আনলে ইস্টবেঙ্গলের সমস্যা, পিছোলে মোহনবাগানের সমস্যা। আগামী ১০ মার্চ (রবিবার) ডার্বি হওয়ার কথা ছিল। আয়োজক ইস্টবেঙ্গলকে (East Bengal) চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, তারা উপযুক্ত নিরাপত্তা প্রদানে অসমর্থ। কারণ সেদিনই ব্রিগেডে রাজনৈতিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: কেকেআরের প্রতি দায়বদ্ধ, রাজনীতি ছাড়ছেন গম্ভীর
মুখ্যমন্ত্রীর জনসভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ফলে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন হবে শহরে। এর উপর আবার ডার্বির জন্য বাহিনী দেওয়া সমস্যার। এর অর্থ ১০ মার্চের ডার্বি বাতিল হতে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)
শোনা গিয়েছিল, বাঙালির বড় ম্যাচ হয় একদিন এগিয়ে (৯ মার্চ) অথবা একদিন পিছিয়ে (১১ মার্চ) দেওয়ার পরিকল্পনা রয়েছে আইএসএল কর্তৃপক্ষের। তবে ৯ তারিখ হলে ইস্টবেঙ্গল রাজি হবে না। কারণ ৬ মার্চ গোয়ায় অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে তারা। ৬০ ঘণ্টার মধ্যে সেখান থেকে ফিরে আবার ম্যাচ খেলা খুবই কঠিন। তাছাড়া ব্রিগেডের সমাবেশে যোগ দিতে আগের দিন থেকেই স্রোতের মতো মানুষ ঢুকবে শহরে। তাই আগের দিন থেকে তৎপর থাকবে পুলিশ বাহিনী।
এদিকে পরের দিন অর্থাৎ ১১ মার্চ খেলতে রাজি নয় মোহনবাগান (Mohun Bagan)। কারণ ১৩ তারিখে আবার কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ফলে সবুজ-মেরুনের সমস্যা লাল-হলুদের থেকেও বেশি। অন্য রাজ্যে ডার্বি নিয়ে যাওয়ার বিকল্প থাকলেও তাতে রাজি নয় কোনও পক্ষই। আইএসএল কর্তৃপক্ষ আবার ১০ তারিখেই ডার্বি আয়োজনে ইচ্ছুক। সবমিলিয়ে জট পেকে রয়েছে।
দেখুন অন্য খবর: