skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeT20 World Cupঅজি-চ্যালেঞ্জের আগে ভাইরাল জ্বরে কাবু পাক শিবির

অজি-চ্যালেঞ্জের আগে ভাইরাল জ্বরে কাবু পাক শিবির

Follow Us :

কলকাতা: সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান (Pakistan) ক্রিকেট দলের। পরপর দুটো জয় দিয়ে বিশ্বকাপ (Cricket World Cup 2023) অভিযান শুরু করলেও ভারতের (India) কাছে লজ্জাজনক হার হয়েছে। মহালয়ার দিন থেকেই যেন শনি লেগেছে বাবর আজমদের (Babar Azam)। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, তার আগে দলের একাধিক খেলোয়াড় নাকি ভাইরাল ইনফেকশনে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে শাহিন আফ্রিদি (Shahin Afridi), আবদুল্লা শফিক এবং সৌদ শাকিলের নাম শোনা যাচ্ছে।

এও শোনা যাচ্ছে, ওপেনিং ব্যাটার শফিক এখন হোটেলে কোয়ারান্টাইনে আছেন, কারণ তাঁর জ্বর। আফ্রিদিরও একই অবস্থা ছিল তবে এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে খবর। শুক্রবার তিনি খেলবেন বলেই জানা গিয়েছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য মঙ্গলবার অনুশীলনই করতে পারেনি পাক দল। তবে আজ অনুশীলন করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: কেনের জোড়া গোল, ইউরোর প্রতিশোধ নিল ইংল্যান্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই সংক্রান্ত ছোট এক বিবৃতি দিয়ে বলা হল, “কিছু খেলোয়াড়ের শেষ ক’দিনে জ্বরে হয়েছিল তবে তাদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছে। যারা এখনও সুস্থ হয়ে উঠছে তারা দলের মেডিক্যাল প্যানেলের নজরদারিতে রয়েছে।” ভারত-পাক ম্যাচের দিন অসুস্থ ছিলেন লেগস্পিনার উসামা মিরও। তবে পাকিস্তানের জন্য স্বস্তির বিষয় হল, কারও ডেঙ্গির উপসর্গ দেখা যায়নি।

প্রসঙ্গত, ভারতের কাছে ধরাশায়ী হওয়ার পর পাক দলকে তুলোধোনা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি জানিয়েছেন, তাঁর আমলে পাকিস্তান দল অনেক বেশি লড়াকু ছিল। এই বিশ্বকাপে পাকিস্তানের বেশি দূর যাওয়ার আশা দেখছেন না তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ বলেছেন, “আমাদের সময়ে পাকিস্তান অন্যরকম দল ছিল। এখনকার মতো পাকিস্তানের সঙ্গে আমরা খেলতাম না। এই দল ব্যাটিংয়ের সময় চাপ নিতে পারে না। এই ব্যাটিং নিয়ে বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে ফিরে আসা কঠিন।”

 

RELATED ARTICLES

Most Popular