কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতে দেশকে সোনার পদক এনে দিয়েছিলেন পিভি সিন্ধু। সেই সময়ই নাকি এই চোট ছিল হাল্কা। তা নিয়ে খেলেই সেরার সম্মান পেয়েছিলেন। এবার সেই চোটই ছিটকে দিল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে। ডাক্তারী পরীক্ষা করে জানা গেছে, সিন্ধুর চোট গুরুতর হয়ে উঠেছে। ৬ সপ্তাহ কোর্টের বাইরে কাটাতে হবে। ২১ আগস্ট থেকে এই খেতাবি লড়াই শুরু হচ্ছে টোকিওতে।
বেজায় যন্ত্রণাতে বেসামাল সিন্ধু। তাঁকে দেড় মাসের ঝক্কি সামলে আবার নামতে হবে প্যারিস ।
এই চোট নিয়ে কমনওয়েলথ গেমসে নেমেছিলেন সেমি ফাইনালে। আর শেষ পর্যন্ত চোট নিয়ে খেলেই তাঁর এমন বিপদ ঘটে গেল।
ছবি : সৌ টুইটার।