গোয়া: শোনাযাচ্ছিল আইএসএল শুরুর আগেই নাকি বেশ কিছু ফুটবলারদের ছেড়ে দিতে পারে এসসি ইস্টবেঙ্গল| যারমধ্যে বাংলার শুভ ঘোষের নামও ছিল| জল্পনাটা বেশ কয়েকটা দিন ধরেই চলছিল| অবশেষে সোমবার আইএসএলের জন্য স্কোয়াড ঘোষণা করলেন লাল-হলুদ কোচ| ৩৩জনকে রেখেই দল ঘোষণা|
আর কয়েকদিন পরই আইএসএল শুরু| ২১ নভেম্বর প্রথম ম্যাচে নামবে এসসি ইস্টবেঙ্গল| প্রতিপক্ষ জামশেদপুর এফসি| তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত লাল-হলুদ ব্রিগেড| বেশ কয়েকদিন ধরে কানাভুসো চললেও, অবশেষে ৩৩ জনকেই দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গলের নতুন কোচ|
Our ????? is OUT ?.
For more, read: https://t.co/NUAVNwXFv9#JoySCEastBengal #WeAreSCEB ??
— East Bengal FC (@eastbengal_fc) November 8, 2021
ইতিমধ্যেই আই লিগের দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের| দলের প্রস্তুতি দেখেই বেশ খুশি কোচ| যদিও বেশ কিছু জায়গায় যে ভুলভ্রান্তি রয়েছে, তা ঠিক করতেই এখন তিনি ব্যস্ত| আইএসএলে যাত্রা শুরুর আগে মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের|
২১ নভেম্বর যাত্রা শুরুর আগে সবরকমভাবেই লাল-হলুদ ব্রিগেডকে তৈরি রাখতে চাইছেন ম্যানুয়েল দিয়াজ|