স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিটা মাঠেই ফেলে এলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের একটাই উইকেট পড়ল। কাজেই এই সেশন ভারতই দখলে রাখল। ১১০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ভারত ৪১৯ রান তুলেছে। অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এক স্মরণীয় ইনিংস খেলে চলেছেন। ১৬৮ রান করে অপরাজিত আছেন তিনি।
এজবাস্টনের এই পিচ পেস সহায়ক নয়। তার উপর মোটামুটি রোদ ঝকঝকে আবহাওয়া। ইংলিশ পেসাররা এমন বোলিং করছেন না যে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলা যায়। অফস্পিনার শোয়েব বশির একটা উইকেট পেয়েছেন বটে কিন্তু তিনি পরপর তিনটে বল এক জায়গায় রাখতে পারছেন না।
আরও পড়ুন: অধিনায়কের অনবদ্য শতরান, ভালো জায়গায় ভারত
হেডিংলি টেস্টের (Headingley Test) মতো প্রথম ইনিংসে ভারতের তিনজন সেঞ্চুরি করতে পারতেন কিন্তু। জয়সওয়াল এবং জাদেজা ‘মিস’ করলেন। গিলের সঙ্গে ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর। ভারতের লক্ষ্য অবশ্যই ৫০০+ রান করা। কিন্তু এক্ষেত্রে আশঙ্কা রয়েছে ম্যাচ ড্র হয়ে যাওয়ার।
এই টেস্টে নেই জসপ্রীত বুমরা। কাজেই ইংল্যান্ড ব্যাটিংকে দুইবার অল আউট করে দেওয়া বেশ কঠিন হবে। তার উপর পিচ যথেষ্ট ব্যাটিং সহায়ক। ভারতের জন্য একটাই আশার কথা, ইংল্যান্ড চতুর্থ ইনিংসে ব্যাট করবে। ভারতের কাছে এই ম্যাচে দুই স্পিনার।
দেখুন অন্য খবর: