Wednesday, July 2, 2025
Homeরাজ্যAbhishek Banerjee | হাট ব্যবসায়ীর বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ সারলেন অভিষেক

Abhishek Banerjee | হাট ব্যবসায়ীর বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ সারলেন অভিষেক

Follow Us :

জলপাইগুড়ি: ময়নাগুড়ির দোমোহনির রাউত পরিবারের শনিবার সকাল থেকে দারুন ব্যস্ততা শুরু হয়। কারণ তাঁদের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন (Lunch) সারবেন তৃণমূল (TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।

মাটির থালার উপর কলাপাতা দিয়ে এক প্রান্তিক ছোঁয়া দিয়ে খুব যত্নে ভাতের থালা সাজালেন ওই পরিবার।তাতে ছিল নদী থেকে আনানো মাছ, ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আলু দিয়ে পাতলা করে আড় মাছের ঝোল, সঙ্গে কালোজিরে ও কাঁচা লংকা দিয়ে বোরলি মাঝের পাতলা ঝোল। চাটনি,দই ও মিস্টি।

ময়নাগুড়ির (maynaguri) ভোটপট্টি হসপিটাল মাঠের জনসভা সেরে দুপুরে দোমোহনি চলে আসেন অভিষেক। দোমোহনি হাটের পাশে পুরান বাজারের ওই রাউত বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন। তবে তিনি একা নন। ওই পরিবারের সদস্যদের সঙ্গে মাটিতে বসে পাত পেড়ে ভাত খেলেন।

আরও পড়ুন: Kunal Ghosh | বিমান, সেলিম, শতরূপকে আদালতের সমন   

উল্লেখ্য, গত ১২ জুলাই দোমোহনির রাস্তা দিয়ে ধূপগুড়িতে জনসভায় যোগ দিতে যাবার সময় গাড়ি থেকে নেমে পড়ে ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। কথা বলে ছিলেন স্থানীয় হাট ব্যবসায়ীদের সঙ্গে। সেদিন তাঁদের মুখ থেকে সমস্যার কথা জানতে পেরে অভিষেক জেলা পরিষদ সভাধিপতিকে দু’মাসের মধ্যে হাট সংস্কারের নির্দেশ দেন। অভিষেকর নির্দেশ পেয়ে প্রায় ৮০ লক্ষ টাকা নিয়োগ করেন দোমোহনি হাট সংস্কারের কাজে। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39