Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকNabanna | রাজ্যে হজ যাত্রা শুরু ২১ মে, নবান্নে পর্যালোচনা বৈঠক

Nabanna | রাজ্যে হজ যাত্রা শুরু ২১ মে, নবান্নে পর্যালোচনা বৈঠক

Follow Us :

কলকাতা: আগামী ২১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে হজ যাত্রা। মিজোরাম, অসম, ত্রিপুরার ও পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যর প্রায় ১৪ হাজারের ও বেশি হজযাত্রী কলকাতা বিমানবন্দর থেকে হজের উদ্দেসে রহনা হবেন। হজ যাত্রা যাতে নিবিগ্নে হয়, তারজন্য শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্ন সভাঘরে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে পরিবহণ দফতর, কলকাতা ও বিধাননগর পুরসভা, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, এনকেডিএ, কাস্টমস, এয়ারপোর্ট অথরিটি-সহ একাধিক দফতরের প্রতিনিধি এবং হজ কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

বৈঠকে পুলিশ ও বিধাননগর কমিশনারেটকে হজ হাউসগুলির নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট পুরসভাগুলিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার রাখার কথা বলা হয়েছে। এছাড়াও পরিবহণ দফতরকে হজ যাত্রীদের জন্য এসি বাসের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।  এছাড়া সমগ্র ব্যবস্থা পর্যালোচনার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। ওই অফিসারকেই নির্দিষ্ট সময়ের আগে হজ যাত্রীদের ঠিকমতো বিমানবন্দরে পৌঁছে দিতে হবে। এছাড়াও হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করার পাশাপাশি তাদের করোনার প্রতিষেধক ঠিক নেওয়া আছে কি না তাও দেখতে বলা হয়েছে। এসএসকেএম হাসপাতল এবং বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে কমপক্ষে দুটি বেড রাখারও কথা বলা হয়েছে।

আরও পড়ুন: Abhishek Banerjee | হাট ব্যবসায়ীর বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ সারলেন অভিষেক

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই হজ এবং উমরাহ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, ২০২৩ সালের ‘হজ এক্সপো’র সূচনায় মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ ঘোষণা করেছেন, ১৪৪৪ ইসলামিক বর্ষে হজযাত্রীর সংখ্যা করোনাভাইরাস পূর্ববর্তী সময়ের মতো হতে চলেছে, বয়সেরও কোনও বিধিনিষেধ থাকছে না। সৌদি আরবের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবারের হজযাত্রায় সেই তীর্থযাত্রীদেরই অগ্রাধিকার দেওয়া হবে, যাঁরা আগে কখনও হজে যাননি। তবে, এখনও কিছু নিয়ম জারি রেখেছে সৌদি সরকার। যেমন, আবেদনকারীদের অবশ্যই জুলাই মাসের মধ্যে বৈধ জাতীয় কিংবা আবাসিক পরিচয়পত্র থাকতে হবে। এছাড়া কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার প্রমাণপত্র থাকতে হবে। তাছাড়া হজে আসার অন্তত ১০ দিন আগে এসিওয়াইডব্লু কোয়াড্রুপল মেনিনজাইটিস টিকাকরণের (ACYW quadruple meningitis vaccine) শংসাপত্রও থাকাও বাধ্যতামূলক।

RELATED ARTICLES

Most Popular