Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যলক্ষ্য লোকসভা নির্বাচন, পাঁচটি মেগা জনসভা অভিষেকের
Abhishek Banerjee

লক্ষ্য লোকসভা নির্বাচন, পাঁচটি মেগা জনসভা অভিষেকের

২৪-এ ৪২-এর লক্ষ্যে বিশেষ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Follow Us :

কলকাতা: ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সভা। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভার মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এইদিনের সভা থেকে ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আওয়াজ তোলা হবে বলেই তৃণমূল সূত্রে খবর। জানা যাচ্ছে, ‘জনগর্জন’ সভা থেকে মূলত কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার সুরই তোলা হবে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)

লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের (TMC) ‘জনগর্জন’-এর পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ১৪ মার্চ জলপাইগুড়িতে সভা করবেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। তারপর, ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জনসভায় অংশ নেবেন তিনি। ১৮, ২০ এবং ২২ মার্চ যথাক্রমে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়াম, বসিরহাট ও পূর্ব বর্ধমানে জনসভা করবেন অভিষেক। সভা থেকে বিজেপি (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রের দ্বারা MGNREGA অথবা আবাস যোজনার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিতদের নিয়ে বিশেষ বার্তা দেবেন তিনি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: বাংলার উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সংগঠনের দিকে আরও জোরাল নজর দিচ্ছে দল। ৪২টি আসনেই যাতে ঘাসফুল ফোটানো সম্ভব হয় সেই লক্ষ্যে দিনরাত এক করে কাজ করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা আগেও ব্রিগেডে সমাবেশ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশে জাতীয় স্তরের বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল তৃণমূল। মমতার ডাকে সাড়া দিয়ে হাজিরও হয়েছিলেন একাধিক দলের সুপ্রিমোরা। এবারেও লোকসভা ভোটের আগে ব্রিগেডে তৃণমূলের সমাবেশে ইন্ডিয়া জোটের নেতাদের দেখা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে এই সভা থেকেই যে ২৪-এ ৪২-এর লক্ষ্যে বিশেষ বার্তা দেবেন মমতা-অভিষেক সেটা স্পষ্ট।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular