Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআমার বাড়িতে ইডিকে পাঠিয়েছিলেন সুদীপ, বিস্ফোরক তাপস
Tapas Roy

আমার বাড়িতে ইডিকে পাঠিয়েছিলেন সুদীপ, বিস্ফোরক তাপস

কুণালের পর এবার সাংসদের বিরুদ্ধে বোমা ফাটালেন বরাহনগরের তৃণমূল বিধায়ক

Follow Us :

কলকাতা: কুণাল ঘোষের (Kunal Ghosh) পর এবার তাপস রায়ের (Tapas Roy) নিশানায় উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। শনিবার সুদীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বরাহনগরের তৃণমূল বিধায়ক এবং বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস। বিধায়কের দাবি, তাঁর বাড়িতে ইডিকে পাঠিয়েছিলেন সুদীপ। দল সব জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। সুদীপের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার উল্লেখ করে তাপস বলেন, রাজ্যপাল হবেন বলে সুদীপ মোদিজিকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। এমনটাই আমি শুনেছিলাম। তাঁর আরও দাবি, এবার তৃণমূলের হয়ে উত্তর কলকাতায় দাঁড়ালে সুদীপের চাপ আছে। দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে নিক।

মাস কয়েক আগে তাপসের বউবাজারের বাড়িতে ইডি অভিযান চালায়। বেশ কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। তাঁর ছেলেমেয়ে এবং স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। পরে তাপস বলেন, আমার বাড়ি থেকে ইডি কোনও আপত্তিকর নথিই পায়নি। কয়েকটা চিঠি পেয়েছে কেবল। চাকরির জন্য অনেকে আবেদন করেন। বিধায়ক হিসেবে তাতে সুপারিশও করতে হয় আমাদের। এমন কিছু আবেদন পেয়েছেন ইডি অফিসাররা। কেন ইডির এই অভিযান, তা বুঝে উঠতে পারেননি প্রবীণ এই বিধায়ক। তাপসের বাড়িতে ইডির হানায় বিস্ময় প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএম নেতারাও। কিছুদিন আগে তাপস বলেন, এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে। আমি তার তদন্ত চাই। এদিন অবশ্য তিনি খোলাখুলিই দাবি করেন, তাঁর বাড়িতে ইডি পাঠিয়েছিলেন সুদীপ।

আরও পড়ুন: সুদীপকে গ্রেফতারের দাবি তুললেন কুণাল

মূলত সুদীপের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগকে সামনে রেখেই উত্তর কলকাতার আর এক নেতা কুণাল ঘোষ শুক্রবার দলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদে ইস্তফা দেন। তবে তিনি দল ছাড়েননি। ইস্তফার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও দিয়েছেন কুণাল। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে চিটফান্ড কাণ্ডে ফের সুদীপের গ্রেফতারির দাবি করেন। তিনি তা নিয়ে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন। গতকাল একটি পোস্টে কুণালের অভিযোগ, রোজভ্যালি কাণ্ডে বিজেপি সুদীপকে বাঁচিয়ে দিয়েছে। রাতে তিনি সংবাদমাধ্যমে বলেন, সুদীপ আসলে বিজেপির লোক। তাঁর ব্যক্তিগত সচিবের ছেলেকে সুদীপ বিজেপির উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি পদে বসিয়েছেন কেন্দ্রীয় নেতাদের ধরে।
তাপস এর আগেও সুদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তৃণমূলের উত্তর কলকাতার রাজনৈতিক সমীকরণে এই দুজনের বিরোধও অনেক পুরনো।

শনিবার তাপস বলেন, কুণাল সুদীপকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করে ঠিক করেছেন। তিনিও কুণালের মতো প্রশ্ন তোলেন, মধ্য কলকাতায় একটি বড় স্কুলের মধ্যে সুদীপের পার্টি অফিস হয় কী করে। তাপস বলেন, সুদীপ কারও নয়, মমতার নয়, দলের কোনও কর্মীর নয়। উনি শুধু ওঁর স্ত্রীর। আমি সুদীপের মতো বহরমপুর থেকে উড়ে এসে জুড়ে বসিনি। এলাকা থেকে বড় হয়েছি, প্রয়াত অজিত পাঁজা, সোমেন মিত্র আমার চোখ দিয়ে এলাকা দেখতেন। আমার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কাউকে ভাবতে হবে না। উপরওয়ালা আছেন। আমি কিছু চাইনি। ডেডিকেটেড কর্মী হিসেবে দলের কাজ করে গিয়েছি। তার বদলে দলের কাছে সম্মান চেয়েছিলাম। কিন্তু সম্মান পাইনি।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular