বর্ধমান: মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কুরুচিকর মন্তব্য করার পর নির্বাচন কমিশনের সতর্কতা সত্বেও কোনও কিছুই আটকে রাখতে পারছে না তাঁকে। দিলীপ আছেন তাঁর পরিচিত ভঙ্গিমায়। ফের একবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে ঝড়ের প্রভাব নিয়ে এবার লাগামছাড়া মন্তব্য দিলীপের। মঙ্গলবার তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ঝড় এলেই তৃণমূলের পোয়া বারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা, ঝড়, ভূমিকম্প হোক ওরা সেটা চায়।
মঙ্গলবার সকালে বর্ধমানের টাউন স্কুল মাঠে প্রার্তভ্রমণে যান দিলীপ। তার পর তিনি বাদামতলার একটি চায়ের দোকানে চা চক্রে যোগ দেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, সরকারের যাঁরা আছেন, তাঁদের বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে থেকে ক্ষতিগ্রস্তদের মনোবল বাড়ানো এখন দরকার। কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিস্তি দেন এত টাকা পাননি। মানুষের কাছে পৌঁছয় না টাকা। আয়লা গেল,আমফান গেল, কেন্দ্র থেকে টাকা এল। সেই টাকা গেল তৃণমূল কর্মীদের পকেটে। এবার এই ঝড়কে কেন্দ্র করে যেন এরকম না হয়।
আরও পড়ুন: দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ২
এ প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, উনি অমানবিক। তাই ঝড়-বৃষ্টি নিয়ে এ রকম মন্তব্য করছেন।
দেখুন আরও অন্যান্য় খবর: