বসিরহাট: কলকাতা টিভির খবরের জের। ১২ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা। জেলাশাসকের আশ্বাস খুব শিগগিরই ত্রাণ পৌঁছে যাবে দুর্গত এলাকায় এলাকা। স্বরূপনগরে ত্রাণ শিবিরে আশ্রিত ৬০০ জনের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে বিডিও।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকে চারটি গ্রাম পঞ্চায়েতের জলমগ্ন হাজার হাজার মানুষ। ঘরের মধ্য জল ঢুকে যাওয়ায় বাড়ির আসবাবপত্রটুকু আনতে পারেননি তাঁরা। গবাদি পশু নিয়ে সোজা স্কুলে ঠাঁই নিয়েছেন। চারঘাট জুনিয়র বেসিক হাইস্কুল ও বেশকিছু স্কুলে প্রায় ৬০০ জন গ্রামবাসী আশ্রয় নিয়েছেন। কিন্তু তাঁদের একরাশ ক্ষোভ। ত্রাণ শিবিরে সেখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছেন না। একদিকে কাজে যেতে পারছেন না অন্যদিকে খাবার পাচ্ছেন না কোনওরকমভাবে ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে ২০০টি পরিবার স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন: ফের সক্রিয় ঘূর্ণাবর্ত অক্ষরেখা, আগামী ৪৮ ঘণ্টায় কোন জেলায় বৃষ্টি?
তাঁদের অভিযোগ, আমাদের কেউ খোঁজ নেয়নি। আমরা কী খাচ্ছি, কীভাবে রয়েছি আমাদের ছোট ছোট বাচ্চারা কী খাচ্ছে তার কেউ খোঁজ নিচ্ছে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছি আমরা। খুব অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছি।
এ বিষয়ে স্বরূপনগরের বিডিও বিষ্ণুপদ রায় বলেন, প্রতিটি পঞ্চায়েতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয়দের জন্য শুকনো খাবার বাচ্চাদের জন্য দুধ, চিড়ে, মুড়ি গুড় শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যেসব জায়গায় কল ডুবে গিয়েছে সেখানে বিকল্প পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রতিটি ত্রাণ শিবিরে স্বাস্থ্য কর্মীদের রাখা হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: