ঝাড়গ্রাম: লোকসভা ভোটের মধ্যেই গেরুয়া শিবিরে বড় ধাক্কা! সোমবার রাজ্যে পঞ্চম দফার ভোট, অন্যদিকে রবিবার দু’দিনের সফরে বাংলায় এসেছেন নরেন্দ্র মোদি। একদিকে যখন বাংলার বুকে নির্বাচনী প্রচার সারছেন প্রধানমন্ত্রী ঠিক তখনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম (Kunar Hembram)। রবিবারই ঝাড়গ্রামে সভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন কুনার হেমব্রম।
উল্লেখ্য, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি গেরুয়া শিবির। এবার ঝাড়গ্রাম কেন্দ্র থেকে প্রণত টুডুকে প্রার্থী করে বিজেপি। টিকিট না পেয়ে ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণার আগেই বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন কুনার। এবার তাঁকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে গেরুয়া শিবিরে বড় ধাক্কা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছেন, অভিযোগ মোদির
উল্লেখ্য, আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট। তৃণমূল এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে কালীপদ সোরেনকে। সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য গত বছর পদ্মশ্রী পেয়েছেন কালীপদ সোরেন। দু’দিন আগেই তৃণমূল প্রার্থীর হয়ে সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির বিদায়ী সাংসদকে যোগদান করিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রকে অনেকটাই নিজেদের দখলে নিয়ে এল তৃণমূল, এমনটাই মত রাজনৈতিকদের।
দেখুন বিস্তারিত