কলকাতা: তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ইডি দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এদিন অভিষেককে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মতো সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান ডায়মন্ড হারবারের সাংসদ। সূত্রের খবর, এখনও অভিষেককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এর আগে, এই মামলায় দিল্লিতে দু’বার ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক।
সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির বিশেষ দল শহরে এসেছে। দিল্লির এই টিমটি রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেছিল। এদিকে অভিষেকের হাজিরা ঘিরে শুক্রবার সকাল থেকেই তৎপরতা শুরু হয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সিজিও চত্বর। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এর আগে ২৩ জুন কয়লা পাচার মামলায় ইডির আধিকারিকদের মুখোমুখি হন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।