ওয়েব ডেস্ক: শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya) হাতে উঠেছে বঙ্গ বিজেপির (BJP) ২৬-এর রথের রশি। পুরানো নেতার হাত ধরেই ফের উত্থানের স্বপ্ন দেখছে রাজ্যের পদ্ম শিবির। বুধবার রাজ্য সভাপতি হিসেবে শমীকের নাম ঘোষণার পর বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে সংবর্ধনা সভা। কিন্তু এই গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে ডাকই পেলেন না প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুধু তিনিই নন, বাদ পড়েছেন আরও এক প্রাক্তন সভাপতি তথাগত রায়ও।
বঙ্গ বিজেপি যেখানে প্রথমবার রাজ্য সভাপতির বরণে এত বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল, সেই অনুষ্ঠানে দুই প্রাক্তনের অনুপস্থিতি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দলের অন্দরমহলেও শুরু হয়েছে চাপা গুঞ্জন। কেন্দ্রীয় নেতৃত্বের ‘অনিচ্ছা’র ফলেই কি এমন সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। যদিও এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
আরও পড়ুন: শমীক রাজ্য সভাপতি, হাতে ‘ডুগডুগি’ নিয়ে কী বললেন দিলীপ?
যদিও শমীকের বরণ সভায় অনুপস্থিতির কারণ প্রসঙ্গে পরিচিত মেজাজে স্পষ্ট ভাষায় তিনি জানান, “আমি যাচ্ছি না কারণ আমাকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। আমি সভাপতি নির্বাচনের ভোটার নই। প্রদেশ পরিষদের সদস্যরাই ভোটার। আজকের অনুষ্ঠানে তাঁদেরকেই ডাকা হয়েছে।” অন্যদিকে তথাগত রায় এই অনুপস্থিতি প্রসঙ্গে নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখান। যদিও বারবার বিজেপির গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে তাঁদের বাদ পড়া কোনও বিক্ষিপ্ত ঘটনা যে নয়, তা মোটামুটি পরিষ্কার।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই রাজ্য বিজেপির নানা কর্মসূচি থেকে ধারাবাহিকভাবে বাদ পড়ছেন দিলীপ ঘোষ। ৬ মে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য দফতরে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী, জেলা সভাপতি থেকে শুরু করে দলের গুরুত্বপূর্ণ মুখরা। কিন্তু দেখা যায়নি দিলীপকে। এর পরের দিন সেক্টর ফাইভের একটি হোটেলে বসে আরও বড় বৈঠক, সেখানেও তিনি অনুপস্থিত। এছাড়াও রাজ্য জুড়ে দলের বিভিন্ন জনসংযোগ কর্মসূচি চলছে। কিন্তু সেখানেও দিলীপ ঘোষ নেই। তাই এখন প্রশ্ন উঠছে যে, এই ধারাবাহিক ‘অবজ্ঞা’ কাকতালীয় নাকি পরিকল্পিত?
দেখুন আরও খবর: