Friday, July 4, 2025
HomeScrollশমীক রাজ্য সভাপতি, হাতে ‘ডুগডুগি’ নিয়ে কী বললেন দিলীপ?
Dilip Ghosh

শমীক রাজ্য সভাপতি, হাতে ‘ডুগডুগি’ নিয়ে কী বললেন দিলীপ?

আমি সকাল পাঁচটা থেকে দৌড়ই, কিন্তু কোনও দৌড়ে থাকি না: দিলীপ ঘোষ

Follow Us :

ওয়েব ডেস্ক: দিলীপ ঘোষ (Dilip Ghosh), সুকান্ত মজুমদারের পর শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) নতুন রাজ্য সভাপতি হিসেবে বেছে নিয়েছে বিজেপি (BJP)। বুধবার দিল্লি থেকে ফিরে মনোনয়ন জমা দেন এবং এই পদের জন্য তাঁকেই বেছে নেয় বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে প্রথমবারের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শমীককে বরণ করবে পদ্ম শিবির। ঠিক সেই দিন সকালে হাতে ডুগডুগি নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন দিলীপ ঘোষ। সেখানেই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি।

নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি যখন দলে আসি তখন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন শমীক। নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। দুটো পদ একসঙ্গে দেওয়া হয় না। তাই তখন প্রেসিডেন্ট করেনি দল। উনি দীর্ঘদিন ধরে আমাদের দলের মুখপাত্র। ভালো কথা বলেন। দল মনে করেছে উনি সংগঠন করতে পারবেন, তাই দায়িত্ব দিয়েছে।”

আরও পড়ুন: সায়েন্স সিটিতে BJP-র বর্ণাঢ্য শমীক-বরণ, কেমন আয়োজন?

কিন্তু কেউ কেউ বলছেন, যে দিলীপের হাত ধরে বাংলার বুকে লড়াইয়ে এসেছে বিজেপি, তাঁকেই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্য সভাপতির পদে বসানোর কথাও ভেবেছিল কোর কমিটি। কিন্তু পুনরায় রাজ্য সভাপতির দৌড়ে থাকার বিষয়টি উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ নিজেই। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “আমি সকাল পাঁচটা থেকে দৌড়ই। কিন্তু কোনও দৌড়ে থাকি না। জেলায়-জেলায় ঘুরে বেড়াচ্ছি। দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। এটাই আমার কাজ।”

কিন্তু বিয়ের পর থেকেই বিজেপির দলীয় কর্মসূচি থেকে দূরে থাকতেই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। একবার নয়, একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বদের সভা থেকেও উপেক্ষিত রাখা হয়েছে তাঁকে। এসবের মাঝে তাঁকে ঘিরেও দলবদলের একটা জল্পনা চলছে। যদিও দিলীপ ঘোষ নিজে বারবার সেই জল্পনা উড়িয়েই দিয়েছেন।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39