সোনারপুর: জীবন মুখোপাধ্যায় না লাভলি মৈত্র (Arundhuti Maitra)। কলেজের পরিচালন সমিতি কার হাতে থাকবে তা নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল তৄণমুলের (TMC Inner Clash)। সোনারপুর কলেজের (Sonarpur College) পরিচালন কমিটির সভাপতির পদ থেকে সরানো নিয়ে বর্তমান বিধায়কের বিরুদ্ধে মামলা প্রাক্তন বিধায়কের৷ এই ঘটনায় রাজনৈতিক চর্চা তুঙ্গে।
সোনারপুর মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় ৷ আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল৷ তার আগেই বর্তমান বিধায়ক অরুন্ধুতি ওরফে লাভলী মৈত্র ক্ষমতা দখলের জন্য পরিচালন কমিটির সভাপতি পদ থেকে তাঁকে সরিয়ে দেয় বলে অভিযোগ৷ জীবন মুখোপাধ্যায়কে ছাড়াও এই কমিটি থেকে রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রণবেশ মণ্ডলকেও সরিয়ে দেওয়া হয়েছে ৷ পেশায় আইনজীবী প্রণবেশ মণ্ডল এই ঘটনায় প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ ৷ তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখোমুখি হয়ে প্রাক্তন তৄণমুল বিধায়ক জীবন মুখোপাধ্যায়৷ লাভলী মৈত্রকে কটাক্ষ করে বলেন, সভাপতি হওয়ার ইচ্ছে হয়েছে তাই নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে যেভাবে হোক ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন তিনি ৷ এদিকে লাভলীর বিরুদ্ধে জীবনের এই অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন লাভলী। এ বিষয়ে যা বলার পরে জানানবেন বলে জানিয়েছেন লাভলী।
তবে এই বিষয়ে পূর্ব ও বর্তমান কলেজ কমিটির সদস্য রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস জানিয়েছেন, বিষয়টি বিচারাধীন ৷ তাই এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি ৷ এই ঘটনায় তৄণমুলকে কড়া আক্রমন করেছেন বিজেপি নেতা তথা পেশায় শিক্ষক রঞ্জন বৈদ্য ৷ তাঁর বক্তব্য, জীবন বাবু একজন বিশিষ্ট শিক্ষাবিদ ৷ তোলামুল পার্টির আর সম্পদ নন তিনি ৷ তাই তাঁকে সরিয়ে দেওয়া হল৷ বর্তমান বিধায়ক কিছু পাওয়ার আশাতেই এই পদ দখল করেছেন বলে তাঁর অভিযোগ। বামনেতা সুজন চক্রবর্তী বলেন, স্কুল, কলেজ, হাসপাতাল কমিটিতেই দখলদারি করছে তৃণমূল৷ দলতন্ত্র কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷ ক্ষমতার কেন্দ্রীকরণ করা হচ্ছে ৷ এই প্রবণতা শিক্ষা ও গণতন্ত্রের জন্য ভালো নয়৷ বিষয়টি দুর্ভাগ্যজনক বলেও জানান সুজন৷