আরামবাগ: মেডিকেল কলেজে (Arambagh Medical College) চাকরি (Job) করিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আরামবাগ পুরসভার চেয়ারম্যান ঘনিষ্ঠ অভিজিৎ হাজরার (Avijit Hazra) বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, অভিজিৎ হাজরা আরামবাগ (Arambagh) সুপার স্পেশালিটি হাসপাতলে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। বিভিন্ন মানুষকে তিনি বলেন, আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে সুইপার বা সিকিউরিটি গার্ডের চাকরি করে দেবেন ৭০ হাজার টাকার বিনিময়ে। প্রথমে কুড়ি হাজার টাকা নেন। কাজ হয়ে গেলে বাকি ৫০ হাজার টাকা নেন অভিজিৎ হাজরা।
বিক্ষোভকারীদের অভিযোগ,তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ স্বাস্ব্য দফতরের বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার নাম করে টাকা তোলে। স্বাস্থ্য দফতরের পদ অনুযায়ী, কুড়ি হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকা নেয় প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে। প্রায় ১৫০ থেকে ২০০ জন বেকার ছেলেমেয়েকে চাকরি দেওয়ার নাম করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করে অভিজিৎ।
আরও পড়ুন: Howrah-Shibpur IC Changed | হাওড়া ও শিবপুর থানার দায়িত্বে নতুন আইসি
এদিন সকালে প্রতারণার শিকার হওয়ায় চাকুরি প্রার্থীরা, হাওড়া থেকে কালিকাপুর যায় চাকরির ইন্টারভিউ দিতে। কিন্তু, সেখানে গিয়ে দেখেন সব কিছুই ভুয়ো। কেউ কোথাও নেই। এদিকে বারবার অভিজিতকে ফোন করা হলে, ফোন ধরেন না অভিজিৎ। নিরাশ হয়ে তারা আরামবাগে ফিরে গিয়ে অভিজিতের বাড়িতে যান। ঘটনার খবর পেয়ে চেয়ারম্যান সমীর ভান্ডারী পৌঁছন সেখানে। তাঁর সঙ্গে সাংবাদিকরা কথা বলতে গেলে কোনও উত্তরই দেন না তিনি।