কলকাতা: দোল হোলি উপলক্ষে টানা দু’দিন কলকাতা জুড়ে বাড়ছে কড়া নিরাপত্তা। পুলিশ (Police) সূত্রে খবর হোলি (Holi) এবং দোল(Dol) এই দু’দিন অতিরিক্ত সাড়ে তিন হাজার থেকে চার হাজার পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রতি ডিভিশনে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত ডিসি (DC)।
লালবাজারের সূত্রের খবর, দলের চেয়ে হোলির দিনই তুলনামূলকভাবে বেশি সংখ্যায় পুলিশ থাকে। কিন্তু এই বছর দু’দিনই সমসংখক পুলিশ মোতায়ন থাকবে। একেইসঙ্গে এই দুদিন মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালায় সেই দিকটিও নজর রাখতে নির্দেশ দিয়েছে পুলিশ কর্তারা। বলা হয়েছে, যদি মদ্যপ অবস্থায় কোনও চালক নজরে আসে থলে তাঁর বিরুদ্ধে যেন কড়া আইনই ব্যবস্থা নেওয়া হয়। আটক করে রাখা হতে পারে গাড়ি ও বাইক। অনেক ক্ষেত্রেই দেখা যায় হোলি বা দোলের কারণে মাথায় রং বা আবির থাকার কারণে হেলমেট পরেন না। সে বিষয়ও কড়া বার্তা দিয়ে পুলিশের তরফে জানানো হয় হেলমেট না পরলে বা এক বাইকে তিনজন থাকলে জরিমানা দিতে হবে।
এছাড়াও এই দুইদিন শহরের অন্তত পাঁচশোটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পুলিশ পিকেট। বাইক নিয়ে শহরের ওলি গলিতে টহল দেবে পুলিশ। শহর জুড়ে থাকবে পুলিশ পিসিআর ভ্যান। থাকবেন দুই বা তিনজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কোথাও গোলমালের অভ্যাস পেলেই তৎক্ষণাৎ যাতে সেখানে তাঁরা হাজির হতে পারেন। পথচারীদের উপর বালতি করে বা পিচকারি দিয়ে রং না ছোড়া হয়। জোর করে গায়ে রং দিলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। কলকাতার বিভিন্ন এলাকায় সেই সংক্রান্ত প্রচার শুরু হয়েছে। উল্লেখ্য, বিগত বছর দোলের দিন পুকুরে গঙ্গায় শানে গিয়ে ডুবে মৃত্যু হয় ৩ জনের। সেই কারণেই এই বছর গঙ্গার ঘাটগুলি ছাড়াও কলকাতার প্রত্যেকটি পুকুর ও ঝিলের কাছে পুলিশ মোতায়েন করা হচ্ছে।