বীরভূম: বীরভূমের (Birbhum) বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Broke Out)। জানা গিয়েছে, সোমবার বিকেলের দিকে বাঁধগোড়ার একটি বহুতলে আচমকা আগুন লেগে যায়। ইতিমধ্যে এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন আগুনে ঝলসে গুরুতরভাবে আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে দমকলের একাটি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, বীরভূমের বোলপুরে শ্রীনিকেতন রোডের উপর বাঁধগোড়াতে একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বন দফতরের
যদিও কি কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে শট সার্কিট থেকে আগুন লেগেছে প্রাথমিক ধারণা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অঞ্জু নন্দী ও স্বপন নন্দী নামে দু’জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আগুনে ঝলসে গিয়েছেন বলে খবর। তাঁদের বোলপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, পুরসভার চেয়ারম্যান।
দেখুন আরও খবর: