মালদহ: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগানের পোস্টার পড়ল মানিকচকের ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায়। শনিবার মানিকচকের ভুতনিচরের গোবর্ধন টোলা এলাকায় এই পোস্টারে শুরু হয়েছে বিতর্ক।
জানা গিয়েছে, বিজেপির তরফে আয়োজিত হয়েছে সেবাদান কর্মসূচি। সেখানেই আসার কথা রয়েছে বিরোধী দলনেতার। যে রাস্তা দিয়ে তিনি সভামঞ্চে যাবেন শুভেন্দু, ঠিক সেই রাস্তা বরাবর একাধিক জায়গায় পড়েছে এই পোস্টার। যেখানে লেখা, বন্যার সময় কোথায় ছিলেন। এখন আপনি কেন এলেন। শুভেন্দু অধিকারী গো ব্যাক। সৌজন্যে বানভাসি ভূতনিবাসী পোস্টারে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: কুণাল ঘোষকে চোর বলে ঝাঁঝালো আক্রমণ জুনিয়র ডাক্তারদের
দেখুন আরও অন্যান্য খবর: