কলকাতা: মঙ্গলবার তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়ল। কার্যত শীত উধাও। সকালে কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। আজ থেকে শুষ্ক আবহাওয়া থাকবে কিছুদিন। সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নীচে নামার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: নরেন্দ্রপুরে ছাত্রের লিভারে পাওয়া গেল মদ
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশা থাকবে। কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কতা থাকায় দৃশ্যমানতা ৫০০ মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মেঘলা আকাশ ও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার মতো পূবের জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা আছ। কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও অন্য খবর দেখুন