Friday, July 4, 2025
Homeরাজ্যআমরা পাব ২৯৫ এরও বেশি, ইন্ডিয়া জোটের বৈঠকে দাবি খাড়্গের
Lok Sabha Election 2024

আমরা পাব ২৯৫ এরও বেশি, ইন্ডিয়া জোটের বৈঠকে দাবি খাড়্গের

বৈঠকে গরহাজির তৃণমূল, হাজির ছিলেন জোটের সব শীর্ষ নেতা

Follow Us :

নয়াদিল্লিঃ ইন্ডিয়া জোট ২৯৫ এর বেশি আসন পাবে বলে দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। অন্তিম পর্বের ভোট শেষে শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে ওই দাবি করে বলেন, আমরা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। এই বৈঠকে গরহাজির ছিল কেবল তৃণমূল। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের নটি কেন্দ্রে ভোট থাকায় ১ জুনের এই বৈঠকে তাঁর থাকা সম্ভব হবে না। ৪ জুন বৈঠক ডাকলে তিনি থাকতে পারেন।

এদিন বৈঠকে খাড়্গে ছাড়াও হাজির ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, আরজেডির তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, ডিএমকের এম কে স্ট্যালিন, এনসিপির শরদ পাওয়ার, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজার মতো ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। তৃণমূলের না থাকা নিয়ে জোট শরিকদের অন্দরে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলেন, মমতা নিজে আসতে না পারলেও অন্য কাউকে পাঠাতে পারতেন।

আরও পড়ুন: আজ, বিকেলে দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য প্রথম থেকেই বলে আসছেন, বাংলায় কোনও ইন্ডিয়া জোট নেই। তৃণমূল বাংলায় কংগ্রেস, সিপিএমের সঙ্গে নেই। কারণ তারা বিজেপির দালাল। রাজ্যে এবার কংগ্রেস এবং সিপিএম তথা বামেরা কাঁধে কাঁধ রেখে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে। অতীতের বিভিন্ন ভোটের তুলনায় এবার বাম-কংগ্রেসের বোঝাপড়া ছিল অনেক মসৃণ।

ভোট পর্বেই মমতা এক নির্বাচনী সভায় বলেন, ইন্ডিয়া জোট জিতলে তৃণমূল বাইরে থেকে তাদের সরকার গড়ার ব্যাপারে সাহায্য করবে। তা নিয়ে জোটের অন্দরে নানা জল্পনা শুরু হয়। পরের দিনই আর এক সভায় তৃণমূল নেত্রী বলেন, আমার বক্তব্য জাতীয় স্তরে অনেকে ভুল বুঝেছেন। আমি বলতে চেয়েছি, বাংলায় আমরা ইন্ডিয়া জোটে নেই। কিন্তু জাতীয় স্তরে তৃণমূল জোটে আছে। আমি এই জোটের জন্ম দিয়েছি। নামটাও আমার দেওয়া। মমতার এই বক্তব্যের সমালোচনায় মুখর হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অধীর বলেন, মমতাকে কেউ বিশ্বাস করে না। অধীরের এই বক্তব্যের বিরোধিতা করে খাড়্গে বলেন, মমতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধীর কেউ নন। তার জন্য আমরা আছি। কংগ্রেসের হাইকমান্ড আছে। দলের লাইন মেনে না চললে বাইরে বেরিয়ে যেতে হবে। পাল্টা অধীর বলেন, আমিও দলের ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ড। এদিন দিল্লিতে খাড়্গের বাড়িতে বৈঠকের আগে কংগ্রেসের আর এক নেতা জয়রাম রমেশ বলেন, তৃণমূল ইন্ডিয়া জোটের অন্যতম শরিক।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39