মিনাখাঁ: শুক্রবার মিনাখাঁ বোমা-কাণ্ডে মূল অভিযুক্তের ভাই আব্দুল সাত্তারকে গ্রেফতার করল পুলিশ। এদিন তাকে বসিরহাট মহাকুমা আদালতে তুলা হলে তাকে সাতদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার মূল অভিযুক্ত মামা আবুল হোসেনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাকেও আটদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে এই ঘটনায় সিপিএম বিক্ষোভ দেখাতে শুরু করেছে। অন্যদিকে বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে কয়েকশো নেতা-কর্মীরা বাসন্তী হাইওয়েতে মিছিল করে মিনাখাঁ থানার সামনে বিক্ষোভ দেখায়। থানার সামনের রাস্তার উপরে বসে প্রতিবাদ বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, অবিলম্বে এই ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরকেখুঁজে বের করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি যেসব জায়গায় বোমা রয়েছে সেগুলোকেও উদ্ধার করতে হবে। যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনের শান্তিপূর্ণ হয়। এর জন্য সবরকম ব্যবস্থা নিতে হবে পুলিশকে।
আরও পড়ুন:CBI: নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের নয়া সিট প্রধান অশ্বিন শেনভি
স্থানীয় সূত্রের খবর, ওই তৃণমূল নেতার বাড়িতে বেড়াতে আসে তাঁর আত্মীয়স্বজন। তাদের মধ্যে ছিল ঝুমা খাতুনও। বাড়িতেই বিচুলির গাদার মধ্যে বোমা রাখা ছিল। ঝুমা বল ভেবে তা আনতে যায়। তখনই সেটি ফেটে যায় বিকট শব্দ করে। ঝুমা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় ঝুমা। পুলিশ দেহ উদ্ধার করে প্রথেম মিনাখাঁ থানায় নিয়ে যায়। সেখান থেকে দেহ পাঠানো হয় মিনাখা হাসপাতালে। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।