skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeরাজ্যশুভেন্দুর দোসর দলবদলু সুনীল দিল্লিতে মুকুলের ঘরে

শুভেন্দুর দোসর দলবদলু সুনীল দিল্লিতে মুকুলের ঘরে

Follow Us :

নয়াদিল্লি: ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন। একুশের ভোটে পদ্ম শিবিরের প্রচারেও দেখা গিয়েছিল। রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণও করেন। কিন্তু ভোটে বিজেপির বিপর্যয় ও মুকুল রায়ের দলবদলের পরই বেসুরো গাইতে শুরু করেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। মাসখানেক আগে বিজেপির বিরুদ্ধে মুখও খোলেন।

আরও পড়ুন: মুকুলের বিধায়ক পদ খারিজের শুনানি, শুভেন্দুকে তলব স্পিকারের

এবার আরও একধাপ এগিয়ে মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন সুনীল। সোমবার সন্ধ্যায় সুনীল দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে দেখা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন সুনীলের সঙ্গে মুকুলের সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন তিনি?  সাংবাদিকরা তাঁকে এই সংক্রান্ত প্রশ্ন করলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন: ‘বন্যার টাকায় কী করল রাজ্য?’ প্রশ্ন আদালতের

দলত্যাগী সুনীলের সাংসদ পদ খারিজের দাবি তুলে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলত্যাগ বিরোধী আইনের জাঁতাকলে পড়ে যাতে সাংসদ পদ খোয়াতে না হয় সে জন্য আগেভাগেই তৃণমূল শিবিরের সঙ্গে কথা বলে রাখলেন সুনীল।

RELATED ARTICLES

Most Popular