বাঁকুড়া: বাঁকুড়া (Bankura) শ্যুট আউট (Shoot Out) কাণ্ডে গ্রেফতার (Arrest) আরও এক। শুক্রবার রাতে পুলিশের (Police) জালে ধরা পড়ে প্রতাপ দাস নামে এক দুষ্কৃতী। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ আজগাইবি শর্মার খোঁজ পায়। তদন্তে নেমে বিহারের গয়া থানার দাউদপুর থেকে শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গুলি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর ঘটনার মূল মাস্টারমাইণ্ড আজগাইবি। এর নেতৃত্বেই গুলি চালানোর ঘটনা ঘটে। তবে শুধু বাঁকুড়া নয় একাধিক জায়গায় গুলি চালানোর মূল অর্গানাইজার হিসেবে কাজ করত সে, দাবি পুলিশের। এমনকি দুষ্কৃতীদের বড়সড় র্যাকেটের মাথাও আজগাইবি। ধৃতকে রবিবার বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়েছে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকায় শ্যুট আউটের ঘটনা ঘটে। একটি নীল রঙের গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চালানো হয়। দু’টি মোটর বাইকে আসা ৪ দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। গাড়িতে থাকা তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই দিন রাতেই শহরের লালবাজার, ভাটিগোড়া থেকে দুষ্কৃতীদের ব্যবহার করা মোটর বাইকটি উদ্ধার করে। পরে কেশিয়াকোল এলাকার ঘটনাস্থল থেকে ঘটনার পর দিনই উদ্ধার হলো কাদামাখা রিভলবার। খবর পেয়েই পুলিশ ওই রিভলবার উদ্ধার করে। পাশাপাশি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাহায্য নিয়ে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রতাপ দাস নামে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশ।