Monday, August 25, 2025
HomeScrollমিড-ডে মিলের চালে পোকা, বিক্ষোভ অভিভাবকদের

মিড-ডে মিলের চালে পোকা, বিক্ষোভ অভিভাবকদের

চন্দ্রকোনা: মিড-ডে মিলের চালের (Poor Quality Rice Mid Day Meal) বস্তায় কিলবিল করছে পোকা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পুরসভার রামজীবনপুর বালিকা বিদ্যালয়ে (Ramjibanpur Balika Vidyalaya)। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনের গেলেন স্কুল পরিদর্শক। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এই ঘটনাকে কেন্দ্রকৃ করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অভিভাবকদের অভিযোগ মাঝে মধ্যেই তারা ছাত্রীদের কাছ থেকে খবর পান স্কুলের মিড ডে মিলের খাবার একেবারে নিম্নমানের। কখনও কখনও পোকা চাল রান্না করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। মঙ্গলবার হঠাৎ অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বিজেপির নেতাকর্মীরা জানতে পারেন স্কুলের বেশ কয়েকটি মিড ডে মিলের চালের বস্তাতে পোকা। এই নিয়ে স্কুলে বিক্ষোভ শুরু করে অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, ৫০ বস্তা চাল স্কুলে মজুত রাখা রয়েছে। তার মধ্যেই অধিকাংশ চাল নষ্ঠ হয়ে গিয়েছে। সেই সব নষ্ঠ চালের বস্তা খোলা ছিল। স্কুল কর্তৃপক্ষ নষ্ঠ পোকা লাগা চাল ছাত্রছাত্রীদে খাওয়ামো হচ্ছে।

আরও পড়ুন:৭ বছরের দলিত ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খবর পেয়ে দ্রুত স্কুলে এসে উপস্থিত হয় স্কুল পরিদর্শক। স্কুলের মিড ডে মিল নিয়ে একাধিক ভুরিভুরি অভিযোগ তুলে। অবশেষে মিড ডে মিলে (Mid Day Meal) চালেপোকা তা স্বীকার করেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা। এ বিষয়ে স্কুল পরিদর্শক সুমিতা রানা বলেন স্কুলে পোকা চাল থাকলেও তা ছাত্রীদের খাওয়ানো হয়নি। পুরসভাকে জানান হয়েছে চালগুলি পরিবর্তন করে দেওয়ার জন্য। চাল নিয়ে এই গন্ডগোলের ঘটনায় বিজেপিকে দায়ী করছেন স্থানীয় তৃণমূল নেতারা। স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, পোকা ধরা চাল আগেই বাতিল করা হয়েছে। কিন্তু তা স্কুলে জমিয়ে রাখা কেন, সে প্রশ্নের উত্তর মেলেনি।

অন্য খবর দেখুন

Read More

Latest News