ওয়েব ডেস্ক: বছর ঘুরলেই ২৬ -র নির্বাচন বঙ্গে। আর তার আগে নতুন রাজ্য সভাপতি পেল বিজেপি। আগেই শোনা গিয়েছিল সুকান্ত ভট্টাচার্যের পর এবার নতুন বিজেপি রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) । বৃহস্পতিবার সায়েন্স সিটিতে (Science City) আনুষ্ঠানিকভাবে শমীকের নাম ঘোষণা করা হল। শমীকের প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এক সুরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তাও দিয়েছেন।
এদিন শমীক ভট্টাচার্যকে (Shamik Bhattacharya) সম্বর্ধনা জানানের অনুষ্ঠানে যান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ৪ বছর আগে এভাবেই তাঁর হাতে রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এখন তিনি শমীকের হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন। আগামী দিনে শমীক আবার অন্য কারও হাতে দায়িত্ব তুলে দেবেন। বিজেপির –র এটাই ধারা বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, শমীক ভট্টাচার্য অভিজ্ঞ মানুষ। তাঁর নেতৃত্বে ২০২৬ সালে বিজেপি লড়াই করবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বিজেপি রাজ্য সভাপতি হয়ে কী বললেন শমীক ভট্টাচার্য্য? দেখুন
এদিন বক্তব্য রাখাতে গিয়েই নবীন প্রবীন দ্বন্দ্বের কথা উঠে আসে সুকান্ত মজুমদারের ভাষণে। তিনি বলেন, বিজেপি পরিবারতান্ত্রিক দল নয়, বিজেপিই একটি পরিবার।বাড়িতে মেয়ের বিয়ে হলে মা লকার থেকে ঠাকুমার সোনার হার বের করে আনেন। কেউ সেই হারেক পুরনো বলে না, কারণ সোনা সোনাই থাকে। বিজেপি তেমনই খাঁটি সোনা। নতুন-পুরনো বলে এখানে কিছু হয় না। আদি-নব্য কিছু নেই। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই আমরা। আমরা সকলে দলের অবিচ্ছেদ্য অংশ। এর পরেই মঞ্চে বক্তৃতা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ভাষণে মঞ্চে উপস্থিত সকলের স্পষ্ট পরিচয়-সহ নাম শোনা গিয়েছে। প্রাক্তন সভাপতিদের কথা বলতে গিয়ে শুভেন্দু খুব স্পষ্ট ভাবে তিন জনের নাম করেন— অসীম, রাহুল এবং সুকান্ত। কিন্তু দিলীপের নাম এক বারও উচ্চারণ করেননি বিরোধী দলনেতা।
এদিন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কোথায় নিয়ে গিয়েছে বাংলাকে। আমাদের এই লড়াই বাংলাকে সোনার বাংলায় পরিণত করার। যারা বাংলাকে মিনি পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের বিরুদ্ধে লড়াই করার। বিজেপি-র লড়াই চলবে, আমরা রাস্তায় ছিলাম, আছি।
দেখুন ভিডিও