কল্যাণী: নদিয়ার কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির। আর সেই মৃতের পরিবারকে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে দু লক্ষ এক হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে তাদের বলে জানানো হয়েছে।
আজ অর্থাৎ মঙ্গলবার নদিয়ার কল্যাণীর রথতলায় বাজি বিশফোরণ স্থলে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। এদিন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, হরিণ ঘাটার বিধায়ক অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: চিকিৎসকদের অভাব অভিযোগ শুনবেন এবার মুখ্যমন্ত্রী! বসতে চলেছেন বৈঠকে
বাজি বিস্ফোরণ কাণ্ডে রাজ্য সরকারকে কটাক্ষ করে তীব্র ভৎসনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। শুধুমাত্র রাজ্য সরকারকেই নয়, রানাঘাট পুলিশের পুলিশ সুপারকেও এই ঘটনায় তীব্র কটাক্ষ করেন শুভেন্দু।
বিরোধী দলনেতা তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে এরকম একাধিক বাজি কারখানা। যেখানে কোনরকম ব্যবস্থা ছাড়া, বেআইনিভাবে চলছে বাজি তৈরির কারবার। আর এই নিয়েই রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে।
দেখুন অন্য খবর