কাকদ্বীপ: সবে মাত্র লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) সমাপ্ত হয়েছে, ফলাফলও প্রকাশিত হয়েছে। কিন্তু তার মধ্যেই তৃণমূল সমর্থকের বাড়িতে পৌঁছাল প্রাণনাশের ও ধর্ষণের হুমকির চিঠি (Threat Letter), তাও একবার-দু’বার নয় তিন তিনবার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার (Kakdwip Assembly) প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের (Pratapaditya Gram Panchayat) ৯২ নম্বর বুথের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, লোকসভা ভোটের রেজাল্টের (Lok Sabha Election 2024 Result) পর দিনই প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা, পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে। সেই চিঠিতে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশের হুমকি ও ধর্ষণের কথা লেখা রয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে পুলিশকে জানালে আবারও একইভাবে দু-দু’বার হুমকির চিঠি আসে বাড়িতে। যা নিয়েই এখন আতঙ্কে রয়েছে পুরো পরিবার।
আরও পড়ুন: তৃণমূল কর্মীকে গুলি করে খুন হরিহরপাড়ায়
উড়ো চিঠিকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে স্থানীয় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই চিঠির পেছনে রয়েছে রাজনৈতিক কোনও কারণ নাকি সম্পূর্ণটাই পারিবারিক অন্য কোনও বিষয় তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
আরও খবর দেখুন