কাঁথি: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রুখতে মশাল। বৃষ্টি উপেক্ষা করে পাঁচ হাজার মানুষের মিছিল। পূর্ব মেদিনীপুরের অন্যতম শুটকি মাছ রফতানি কেন্দ্র জুনপুট। আর এই জুনপুট মৎস্যখটির প্রায় ৪০০ মিটার দূরে ডিআরডিও ক্ষেপণাস্ত্র উত্থাপন কেন্দ্র গড়ার চেষ্টা করছে। এর ফলে মৎস্যজীবীদের জীবন-জীবিকা বিপন্ন হবে বলে অভিযোগ স্থানীয়দের। তাই এর প্রতিবাদে বৃহস্পতিবার জুনপুটে প্রতিবাদ সভা ও মশাল মিছিল হয়। জুনপুট ভূমিরক্ষা কমিটি এই মিছিলের ডাক দিয়েছিল। এই এলাকাতেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গর্জে উঠেছিলেন। তীব্র আন্দোলনের ফলে সেই পরিকল্পনা এখন বিশবাও জলে। এবার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ার চেষ্টার প্রতিবাদের স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা প্রায় একই কায়দায় আন্দোলন শুরু করেছে।
কাঁথি মহকুমার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী মৎস্যক্ষেত্র হল জুনপুট। বহুদিন ধরে এই এলাকা ঘনবসতিপূর্ণ। বিশেষত মৎস্যজীবীদের বাস। ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন কেন্দ্র হলে স্থানীয় বাসিন্দাদের সরে যেতে হবে অন্যত্র। সেই সঙ্গে উপকূল লাগোয়া সমুদ্রে মাছ সেভাবে আর ধরা পড়বে না। এমন আশঙ্কাতে ভুগছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। তাই ডিআরডিও- এর সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাই এদিন দলমত নির্বিশেষে প্রায় পাঁচ হাজার মানুষ সমবেত হয়েছিল এই মশাল মিছিলে। আন্দোলনের চাপে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখানে অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু এবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বিরোধী আন্দোলনের জল কতদূর গড়ায়, সেটাই দেখার।
আরও পড়ুন: কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার
দেখুন আরও অন্যান্য খবর: