skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeকলকাতাWeather Forecast: উধাও শীত, ক্রমেই বাড়ছে তাপমাত্রা, সপ্তাহের শুরুতেই বৃষ্টি একাধিক জেলায়

Weather Forecast: উধাও শীত, ক্রমেই বাড়ছে তাপমাত্রা, সপ্তাহের শুরুতেই বৃষ্টি একাধিক জেলায়

Follow Us :

কলকাতা: পৌষে শেষে বেশ জমিয়েই ব্যাটিং করছিল শীত (Winter)। তার দাপটে বাঙালি লেপ-কম্বল-জ্যাকেটে ভরসা রেখেছিল। একই সঙ্গে করোনা বিধিনিষেধের জেরে ওয়ার্ক ফ্রমে হোম করছিলেন অনেক সরকারি-বেসরকারি কর্মী। দুইয়ে মিলে শীতের কামড় (Weather Forecast) অনেকেই উপভোগ করছিলেন। এরই মধ্যে দুঃসংবাদ (Weather Update)। কনকনে শীতের মধ্যেই রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি। একই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন রাতের তাপমাত্রা বাড়বে। ফলে কমবে শীতের আমেজ। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৩ শতাংশ। সকালের দিকে আকাশে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেক বেশি থাকবে। ১০ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ১১ তারিখ থেকে ভাসতে পারে পারে রাজ্যে। ১২ থেকে ১৪, টানা তিনদিন দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সব্জি চাষের ক্ষতি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: Gangasagar Mela: তিন সদস্যের কমিটির নজরদারিতে গঙ্গাসাগর মেলার অনুমতি কলকাতা হাই কোর্টের

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সেকারণেই ঊর্ধ্বমুখী পারদ। বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা সহ রাজ্যের ৭ জেলায় বষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১২ জানুয়ারি থেকে  দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে বৃষ্টি।

RELATED ARTICLES

Most Popular