skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeরাজ্যফের ঊর্ধ্বমুখী পারদ, বাংলায় বর্ষা ঢুকছে কবে?
Weather Update

ফের ঊর্ধ্বমুখী পারদ, বাংলায় বর্ষা ঢুকছে কবে?

রেমালের প্রভাব কাটিয়ে ভ্যাপসা গরমে ভুগছে দক্ষিণবঙ্গ

Follow Us :

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাব কাটতে না কাটতেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। মঙ্গলবার বিকাল থেকেই ভ্যাপসা গরমে ভুগছে দক্ষিণবঙ্গ (South Bangal)। আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে পাল্লা দিয়ে একধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই (Weather Update)। তবে চলতি মাসের শেষে আবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

আরও পড়ুন: সময়ে ব্যবস্থা না নিলে কয়েক লক্ষ লোক মরত, দাবি মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বর্তমানে ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে নিম্নচাপ হিসেবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ওপরে অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গের ওপরে সরাসরি কোনও প্রভাব না থাকলেও, আগামী পাঁচ দিন জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

বাংলায় বর্ষা ঢুকছে কবে?

মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী, কেরলে বর্ষা (Monsoon) প্রবেশের দিনক্ষণ হল ১ জুন। সাতদিন হেরফের হলেও আবহাওয়াবিদরা মনে করেন যে স্বাভাবিক সময়ই বর্ষা ঢুকবে ভারতে। অর্থাৎ মোটামুটি ৮ জুনের মধ্যে যদি কেরলে বর্ষা ঢুকে যায়, তাহলে ১৫ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিমে ঢুকবে মৌসুমী বায়ু। মৌসুম ভবন জানাচ্ছে, গতবছর বর্ষা প্রবেশ করেছিল ৮ জুন। এবার কেরলে প্রবেশের পরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কতটা সক্রিয় হয়, সেটার উপরেই নির্ভর করবে যে বাংলায় কখন প্রবেশ করবে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular