Friday, July 4, 2025
HomeScrollসায়েন্স সিটিতে BJP-র বর্ণাঢ্য শমীক-বরণ, কেমন আয়োজন?
Samik Bhattacharya

সায়েন্স সিটিতে BJP-র বর্ণাঢ্য শমীক-বরণ, কেমন আয়োজন?

বাংলার বুকে আগে এভাবে রাজ্য সভাপতিকে বরণ করেনি বঙ্গ বিজেপি

Follow Us :

ওয়েব ডেস্ক: ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার জন্য নতুন রাজ্য সভাপতি বেছে নিয়েছে বিজেপি (BJP)। দিলীপ, সুকান্তর পর এবার বঙ্গ বিজেপির ব্যাটন উঠল শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) হাতে। দীর্ঘ জল্পনার পর তাঁকেই বেছেন নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ পদের জন্য। সেই কারণে এবার শমীকের বরণের জন্য বড় আয়োজন করেছে পদ্ম শিবির। বিজেপির নব নির্বাচিত সভাপতি বরণ অনুষ্ঠান হচ্ছে সায়েন্স সিটিতে (Science City Kolkata)।

আর শমীককে ২৬-এর ভোটের রথের সারথী হিসেবে বরণ করে নেওয়া হবে জাঁকজমকপূর্ণভাবে। আগে বাংলার বুকে বিজেপির তরফে এই ধরনের আড়ম্বরপূর্ণ সভাপতি বরণ অনুষ্ঠান দেখা যায়নি। কিন্তু কেন এবার এত আয়োজন? কেন এত আড়ম্বর? কেউ কেউ বলছেন, যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই এই সভাপতি বরণ অনুষ্ঠানকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে বঙ্গ পদ্ম শিবির।

আরও পড়ুন: ইডি অফিসার সেজে দেড় কোটি টাকা প্রতারণা! চাঞ্চল্য পূর্ব বর্ধমানে

তবে এবার এটাই দেখার যে, আজ দায়িত্ব নেওয়ার পর নতুন ও পুরনো বিজেপি নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়ে রক্ষা করতে কতখানি সক্ষম হয় শমীক ভট্টাচার্য। কারণ আদি-নব্য দ্বন্দ্ব ঘুচিয়ে সকলকে একত্রিত করে ভোট ময়দানে নামানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে।

আজ এই সভাপতি নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত থাকবে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানশাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যরা। পাশাপাশি, সাংসদ রবিশঙ্কর প্রসাদ গতকাল রাতে এসে উপস্থিত হয়েছেন কলকাতায়। তিনি আজ নবনির্বাচিত সভাপতি হিসেবে শংসাপত্র তুলে দেবেন শমীক ভট্টাচার্যের হাতে। এছাড়া বিজেপির সকল বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, মোর্চা সভাপতি, মন্ডল সভাপতি এবং কর্মী-সমর্থক মিলিয়ে প্রায় তিন হাজার জন উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানে।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39