কলকাতা: উচ্চশিক্ষায় কেন্দ্রের নয়া শিক্ষানীতি (National Education Policy) । স্নাতক (Graduation) পঠনপাঠনের সময় কাল ৩ বছর থেকে বেড়ে ৪ বছর করা হল। কেন্দ্রের সেই সিদ্ধান্ত এবার মেনেনিল রাজ্য (West Bengal) । ইউজিসির (UGC) চিঠিকে যুক্ত করে বিশ্ববিদ্যালয়গুলির (University) রেজিস্টারদের (Register) কাছে চিঠি দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। সেই চিঠিতে বলা হয়েছে নতুন বিধি বিবেচনা করুক বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসি-র আর্জিকে উল্লেখ করেই রাজ্য জানালো, নতুন শিক্ষানীতিতে এবার ৪ বছরের স্নাতক স্তরে পড়াশোনা। এছাড়াও ওই নির্দেশে আরও বলা হয়েছে, আসন্ন শিক্ষাবর্ষেই এই নিয়ম চালু করতে হবে। অর্থাৎ এবার যাঁরা উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হবেন তাঁদের জন্য চার বছরের স্নাতক কোর্স শুরু হবে।
গত বছর ডিসেম্বর মাসেই এই স্তরের পাঠক্রম চূড়ান্ত করেছিল ইউজিসি। তারপরেই সব রাজ্যকে তা বাস্তবায়নের জন্য অনুরোধ পাঠায়। শিক্ষা দফতরের নির্দেশের সঙ্গে ইউজিসির মূল সুপারিশপত্রটিও দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ রয়েছে যে কেন স্নাতক কোর্স চার বছরের শুরু করা হচ্ছে। ইউজিসি-র সচিব অধ্যাপক রজনীশ জৈন জানিয়েছেন, পড়ুয়াদের আরও ভালো পঠনপাঠনের জন্যই এই নিয়ম চালু করা হচ্ছে। এই ব্যবস্থায় একাধিক এন্ট্রি এক্সিটের ব্যবস্থা থাকবে। একইসঙ্গে ডিগ্রি পাওয়ার ক্ষেত্রেও একাধিক বিকল্প উপায় থাকবে। এছাড়াও, ইন্টার্নশিপ ইত্যাদিও সংযুক্ত করা হচ্ছে এই নতুন নীতিতে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর থেকেই ইউজিসি সমস্ত কলেজ অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটএর নিয়ম চালু করছে। সেক্ষেত্রে এখন ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কে সব বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ন্যাক বা এন.আই.আর.এফ এর র্যাঙ্কিং নির্বিশেষে অংশগ্রহণ করতে পারবে। সেই কারণেই রাজ্যের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রছাত্রীদের সুবিধার্থেই ন্যাশানাল অ্যাকাডেমিক ডিপোজিটারি এবং ন্যাশানাল ডিজিলকারে এনরোল করার প্রস্তুতি নিতে বলা হয়েছে চিঠিতে।