Friday, July 4, 2025
HomeবিনোদনToke Chhara Banchbo Na-New Song : ‘ভুলে যাব কি করে’

Toke Chhara Banchbo Na-New Song : ‘ভুলে যাব কি করে’

Follow Us :

২৫নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন বাংলা ছবি তোকে ছাড়া বাঁচব না।সুজিত মণ্ডলের পরিচালনায় ছবিতে যশ দাশগুপ্তের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।মুক্তি পেল ছবির নতুন গান ভুলে যাব কি করে।প্রসেনের কথায় ও জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গানটি গেয়েছেন দুর্নিবার ও লগ্নজিতা।

আরও পড়ুন – Jee Le Zaraa-Priyanka Chopra Jonas : প্রিয়াঙ্কার জবর খবর 

রূপোলি পর্দায় যশ-প্রিয়াঙ্কা জুটিকে প্রথমবার দেখবেন বাঙালি দর্শক।ছবির নাম তোকে ছাড়া বাঁচব না।ছবিটি পরিচালনা করেছেন সুজিত মণ্ডল।প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান ভুলে যাব কি করে।অনেকদিন পর বাংলা ছবির গানে জিৎ গঙ্গোপাধ্যায়ের গানে মজেছে বাঙালি দর্শক।গতবছর করোনাকালের সময় মুক্তি পেয়েছিল পরিচালক সুজিত মণ্ডলের ছবি তুমি আসবে বলেযে ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়কে।দর্শকমহলে যথেষ্ঠ সারা ফেলেছিল এই ভিন্ন ঘরানার রোম্যান্টিক ছবি।ইতিমধ্যেই ছোটপর্দাতেও দারুণ জনপ্রিয় হয়েছে ছবি।পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বহুদিন হল ছবির স্ট্রিমিং শুরু হয়েছে।সাত পাকে বাঁধা‘ ,থেকে বলো না তুমি আমার‘ , ‘পাগলু ২‘ থেকে রকিবহু বছর ধরেই বক্সঅফিসে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন পরিচালক সুজিত মণ্ডল।ফের একবার রূপোলি পর্দায় পরিচালকের নতুন ছবি তোকে ছাড়া বাঁচব না

আরও পড়ুন – Akshay Kumar Back With Comedy Film Sequel : কমেডি ফিল্মের ত্রাতা খিলাড়ি

যে ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে যশ দাশগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকারকে।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়,ভরত কউল,অম্বরিশ ভট্টাচার্য ছাড়াও টলিউডের আরও কিছু অভিনেতা-অভিনেত্রীকে। করোনার অকাল পেরিয়ে একটু একটু করে ফের সুদিনের মুখ দেখছে বড়পর্দা।ইতিমধ্যেই হিট হয়েছে বেশ কিছু বাংলা ছবি।সেই তালিকায় এবার নাম লেখাবে তোকে ছাড়া বাঁচব নানতুন ছবির টাইটেল ট্র্যাকে দর্শকদের নজর কেড়েছে যশ দাশগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকারের অনস্ক্রিন রোম্যান্স।তোকে নিয়ে বাঁচব না-র নতুন গানও এককথায় অনবদ্য। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তোকে ছাড়া বাঁচব না-র ট্রেলারও।

আরও পড়ুন – Pathaan-Tiger 3-Shahrukh-Salman : ‘টাইগার ৩’-র শ্যুটিং শেষ করতে চান ‘পাঠান’ শাহরুখ,কিন্তু কবে? 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39