লন্ডন: রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেকে বিশেষ দায়িত্ব নেবেন ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) । আগামী শনিবারই লন্ডনের ব্রিটেনের দায়িত্ব নেবেন রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক সেই অনুষ্ঠানে বাইবেলের পাঠ করবেন। ভারতীয় বংশোদ্ভূত হিন্দু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার রাজার রাজ্যাভিষেকে অভিষেক বাইবেল পাঠ করবেন তিনি। রাজার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটেনের সাধারণ মানুষ এবং নানা ধর্ম সম্প্রদায়ের বিশেষ ব্যক্তিরা।
রবিবার জাস্টিনের দফতর থেকে রাজ্যাভিষেকের সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, রাজ্যাভিষেক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ব্রিটেনের অখ্রিস্টান নেতারা। আগামী ৬ মে রাজ্যাভিষেক হবে ব্রিটেনের রাজার। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে।
প্রথা মেনে শপথ নেবেন রাজা তৃতীয় চার্লস। গোটা রাজ্যাভিষেক প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন আর্চবিশপ অফ ক্যান্টারবেরি, জাস্টিন ওয়েলবি। জানা গিয়েছে, বাইবেলের একটি বিশেষ অংশ বেছে রেখেছেন ক্যান্টারবেরির আর্চ বিশপ। বাইবেলের নিউ টেস্টামেন্টের এপিলস অফ কলোজিয়ানস এর একটি বিশেষ অংশ ঠিক করা হয়েছে এই বিশেষ দিনের অনুষ্ঠানের জন্য। ব্রিটেনের রাজার শপথ গ্রহণে সেই অংশই পাঠ করবেন প্রধানমন্ত্রী। ভারতীয়, হিন্দু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার রাজার অভিষেক বাইবেল পাঠ করবেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউজ অফ কমন্সের অখ্রিস্টান সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজাকে রাজকীয় রোব পরিয়ে দেবেন তাঁরা। এছাড়াও ঐতিহ্যবাহী সোনার ব্রেসলেট পরিয়ে দেবেন রাজার হাতে।
রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফ। পশ্চিমি দুনিয়ায় এই প্রথম কোনও মুসলিম ব্যক্তি রাষ্ট্রনেতা নির্বাচিত হয়েছেন।রাজ্যাভিষেকে নানা ধর্মাবলম্বী ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।এ ছাড়াও বুদ্ধ, জৈন, ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন রাজ্যাভিষেকে। এই সমস্ত সম্প্রদায়ের তরফে প্রতিনিধিরা রাজার উদ্দেশ্যে তাঁদের বক্তব্যও জানাবেন।