Saturday, June 29, 2024

Homeজেলার খবরহাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম, উদাসীন বনদফতর

হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম, উদাসীন বনদফতর

Follow Us :

ঝাড়গ্রাম: সোমবার সকালে হাতির তাণ্ডব। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছেন সাঁকরাইল ব্লকের কাশিডাঙ্গা ও হাড়িভাঙ্গার গ্রামবাসীরা। বন দফতরকে জানানো হলে তারা কোনও রকম ব্যবস্থা গ্রহণ করার বদলে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেয়। ফলে এলাকা থেকে হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বন দফতর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা।

এদিন সকালে প্রায় ৩০ থেকে ৩৫টি হাতির দল কাশিডাঙ্গা ও হাড়িভাঙা গ্রামে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে। এর ফলে ফসল এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। বিষয়টি বনদফতরকে জানানো হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের কেবল সতর্ক থাকার নির্দেশ দিয়ে নিজেদের দায় সেরে ফেলে বন দফতর। হাতিদের গ্রাম থেকে বের করা কিংবা, সেই সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ, এই সব ব্যাপারে কোনও মাথাব্যথা নেই বনদফতরের। তাই যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

 

RELATED ARTICLES

Most Popular