প্রেমের দিবসে ভালোবাসা ভরা বিয়ের নিমন্ত্রণ জানালেন টলিউডের অলটাইম জুটি প্রসেনজিৎ – ঋতুপর্ণা। বহুদিন একসঙ্গে জুটি বেঁধে কাজ করে বহু হিট ছবি উপহার দিয়েছেন। এবার ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডেতে ডিজিটাল বিয়ের কার্ড স্যোশাল মিডিয়ার পোস্ট করে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শকদের মনে উৎসাহ দেখা দিয়েছে তাহলে নতুন ছবি আসতে চলেছে এই জুটির। এই জুটির শেষ ছবি ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ ‘।
তবে নিমন্ত্রণ পত্রে লেখা আছে তিন দশক একসঙ্গে কাজ করার পর তাঁরা নতুন ভাবে আসতে চলেছেন। দুই তারকার অফিস থেকে একটু খোঁজ নিতেই জানা গেলো , এই জুটি এবার প্রযোজক জুটি হিসেবে আসতে চলেছেন। ছবির পরিচালনার দায়িত্ব দিয়েছেন নতুন পরিচালক সম্রাট শর্মার হাতে। অফ স্ক্রিন ছবিতে থাকবেন তবে অন স্ক্রিন ও দেখা যাবে কিনা এখনই বলতে চাইছেন না নতুন প্রযোজক জুটি।
‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণ ‘ এটাই কি হতে চলেছে ছবির নাম। কবে থেকে শুরু হবে শ্যুটিংয়ের কাজ। কে-ইবা ছবির নতুন মুখ। সব খবর জানতে এখনও কিছুটা সময় ধৈর্য্য ধরতে হবে এই জুটির ফ্যানদের। আপাতত নেটিজেনদের সকলেই প্রায় এই ডিজিটাল নিমন্ত্রণ পত্র দেখে নানা কমেন্ট করছেন। আপাতত নেট দুনিয়ায় ভাইরাল প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের নিমন্ত্রণের কার্ড ।
View this post on Instagram