skip to content

skip to content
Homeবিনোদনক্যান্সারজয়ী সোনালি ছোট পর্দায় ফিরছেন চার বছর পর

ক্যান্সারজয়ী সোনালি ছোট পর্দায় ফিরছেন চার বছর পর

Follow Us :

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় নয় ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন সোনালি বেন্দ্রে। একটি ডান্স রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যাবে এই ক্যান্সারজয়ী অভিনেত্রীকে। অন্যান্যদের মধ্যে থাকবেন রেমো ডিসুজা ও মৌনি রায়। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘ডিআইডি লিটল মাস্টারস’ নাচের রিয়েলিটি শো এর পঞ্চম পর্ব। লিটল ডান্সার প্রতিযোগিতা বাচ্চাদের সঙ্গে ফিরে আসতে পেরে যথেষ্ট এক্সাইটেড সোনালি বেন্দ্রে। তিনি জানিয়েছেন নাচ আমার অত্যন্ত প্রিয় বিষয়। বাচ্চারা এই মঞ্চে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে এর থেকে আনন্দের আর কি হতে পারে। প্রসঙ্গত,এর আগে বিভিন্ন ডান্স রিয়েলিটি শোয়ে সোনালী কাজ করেছেন। ২০১৮ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হলে তিনি কোন রিলেশনে কাজ করতে পারেন নি। এরপর আবার সুস্থ হয়ে চার বছর পর ফিরছেন। চার বছর পর এই ডান্স রিয়েলিটি শো হয়ে ফিরে আসাটা সোনালীর কাছে যথেষ্ট আনন্দদায়ক বলে তিনি জানিয়েছেন। তাছাড়া এই দৃশ্য বাচ্চাদের তালেন্ট প্রকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম বলে তিনি মনে করেন।

RELATED ARTICLES

Most Popular