রুশ প্রেসিডেন্ট লাদেনের পুতিন ইতিমধ্যেই পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের অধীনে থাকা দুটি অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে শান্তি প্রতিষ্ঠায় সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে। অন্যদিকে ইউক্রেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা শান্তি চায় কিন্তু কোনভাবেই দেশের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়া যাবে না। এর ফলে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই অবস্থার মধ্যে ইউক্রেন গিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। স্পর্শকাতর ইউক্রেনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার কিছু ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন,’এখান থেকে ফোনে কথা বলা সম্পূর্ণ বন্ধ। সমস্ত খবর থেকে অনেক দূরে। জীবন অত্যন্ত মূল্যবান। প্রকৃতির মধ্যে মিশে রয়েছি আমি। প্রকৃতির মাঝে থাকলে তবে জীবনের মূল্যায়ন করা যায়। কিন্তু কেন এই উত্তপ্ত পরিস্থিতিতে ঊর্বশী ইউক্রেন সফর করতে গেছেন!রাজধানী কিয়েভের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন উর্বশী।
জানা গেছে তামিল ভাষার ‘দ্য লিজেন্ড’ ছবির শুটিং করতে ইউক্রেন উড়ে গিয়েছিলেন উর্বশী। শুটিং থেকে যদি নেট বিরতি পেয়ে ইউক্রেনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ঘুরে দেখছেন শহর। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিজের মতন করে সময় কাটাচ্ছেন তিনি। এ এক ‘অন্য অভিজ্ঞতা’। তবে তিনি লিখেছেন যুদ্ধ পরিস্থিতি উত্তাপ থেকে তিনি কিছুটা দূরে রয়েছেন।শাহরুখ খানের ‘জব তক হায় জান’ বিখ্যাত সেই ডায়লগ উপভোগ করতে করতে ইউক্রেনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন উর্বশী রাউতেলা।