Thursday, July 17, 2025
HomeScrollকসবা কাণ্ডে সিবিআই নয়, পুলিশের তদন্ত চাইলেন অগ্নিমিত্রা
Agnimitra Paul

কসবা কাণ্ডে সিবিআই নয়, পুলিশের তদন্ত চাইলেন অগ্নিমিত্রা

'মন্তব্য অগ্নিমিত্রার ব্যক্তিগত, দলের নয়', আসরে নামলেন সুকান্ত

Follow Us :

কলকাতা: কসবা কাণ্ড (Kasba Incident) শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। শাসক-বিরোধী দুপক্ষ ঘটনার তীব্র নিন্দা করেছে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এনিয়ে সাংবাদিক বৈঠক বলেন, সিবিআই নয়, এই ঘটনার তদন্ত করুক পশ্চিমবঙ্গ পুলিশই। এই মন্তব্যই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। তাঁর বক্তব্যের ওই অংশ তুলে ধরে সমাজমাধ্যমে বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তৃণমূল।বিশেষজ্ঞদের মতে আরজি কর কাণ্ডে যেহেতু সিবিআই তদন্ত সফল হয়নি, তাই কসবার ধর্ষণের ঘটনায় পুলিশি তদন্তে আস্থা রাখছেন বিজেপি নেত্রী। যদিও পুরো ব্যাপারটাই মেকআপ করার জন্য আসরে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, ওই মন্তব্য অগ্নিমিত্রার ব্যক্তিগত, দলের নয়।

নির্যাতিতার অভিযোগ, গত ২৫ জুন ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত। তা প্রত্যাখান করতেই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। তাঁকে এই ঘৃণ্য অপরাধে সাহায্য করেছিল কলেজেরই দুই পড়ুয়া। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ল’কলেজে ‘গণধর্ষণ’ এর অভিযোগের তদন্তে সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। কলেজ ক্যাম্পাসে কীভাবে ছাত্রীকে গার্ড রুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির নেতারা। এই ঘটনার তদন্তে তৈরি হল তদন্ত কমিটি (BJP has made an investigation committee )। ল কলেজের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশে ৪ সদস্যর কমিটি ঘঠন করেন। সময় যত গড়াচ্ছে ততই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। রিপোর্ট যাবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। এরই মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন: কসবা কাণ্ডে এবার ৪ সদস্যের টিম পাঠাচ্ছেন নড্ডা

এ নিয়ে সাংবাদিকদের সঙ্গ কথা বলতে বলতেই আচমকা বলে বসেন, সিবিআই নয়, এই ঘটনার তদন্ত করুক পশ্চিমবঙ্গ পুলিশই। কসবাকাণ্ডের তদন্ত কোন সংস্থার হাতে থাকা উচিত, এ বিষয়ে অগ্নিমিত্রাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আরজি কর মামলায় সিবিআই সফল নয়, এটা আমি আপনার সঙ্গে সহমত।’’ এই কেসের তদন্ত পশ্চিমবঙ্গের পুলিশ করবে। আপনারা কী মনে করেন আমরা ইডিয়ট! ৫ দিনের মধ্যে প্রমাণ লোপাট করে দেবেন, তারপর আপনি সিবিআইকে দেবেন। আর তারপর বলবেন সিবিআই তো কিছু করতে পারেনি। করবে কোথা থেকে? প্রমাণ তো লোপাট হয়ে গিয়েছে। সিবিআই সব দোষ নেবে তা হতে পারে না। অগ্নিমিত্রার এই মন্তব্যকেই শনিবার তৃণমূল হাতিয়ার করেছে। একই সঙ্গে তুলে ধরা হয়েছে ওই সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রার বলা আরও কয়েকটি বাক্য— ‘‘আমরা সিবিআই চাই না, আমরা চাই তদন্ত এই পুলিশই করুক। তৃণমূলের তরফে স্যোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘‘তিনি এখন মহিলাদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের উপরে আস্থা রাখছেন।’’

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Satyajit Ray | সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ প্রকাশ
01:34:16
Video thumbnail
Prashant Kishor | SIR-এর কারণে বিহারে ক্ষমতা হারাতে চলেছে NDA, বিরাট ভবিষ্যদ্বাণী পিকের
04:10
Video thumbnail
SSC | আজ হাইকোর্টে SSC মামলার রায়দান
01:18:05
Video thumbnail
Bangla Bolche | Arup Chakraborty | মমতাকে নিশানা কংগ্রেস, CPM-র
01:29
Video thumbnail
Bangla Bolche | Tarunjyoti | 'ভাষা দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয়না'
01:27
Video thumbnail
Air India | অ/ভিশপ্ত 787 বোয়িংয়ে জ্বা/লানি সরবরাহ সুইচে ছিল না কোনও সমস্যা, বাড়ছে রহস্য
05:13
Video thumbnail
Politics | বাদল অধিবেশনে এবার বিরোধী-ঝড়ে পড়বে সরকার
03:42
Video thumbnail
Weather Update | নিম্নচাপের জেরে উত্তাল সাগর, কী কী বিশেষ নিরাপত্তা? উপকূলবর্তী এলাকায়, দেখুন ভিডিও
01:28:51
Video thumbnail
Mamata Banerjee | সিপিএমের যারা শরিক কী করছে এখন ঠিক?
04:41
Video thumbnail
Politics | বাঙালির হে/নস্থা রাস্তায় মমতা
05:40

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39