Thursday, July 3, 2025
HomeCurrent NewsKarti Chidambaram: চিদম্বরম-পুত্রের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করল সিবিআই

Karti Chidambaram: চিদম্বরম-পুত্রের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করল সিবিআই

Follow Us :

নয়াদিল্লি: কার্তি চিদম্বরমের এক ঘনিষ্ঠ সহায়ক তথা চার্টার্ড অ্যাকউন্ট্য়ান্টকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার সিবিআই তল্লাশি অভিযানের পর রাতে এস ভাস্কররমন নামে একজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, কার্তি চিদম্বরমের বিরুদ্ধে যে ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এনেছে সিবিআই, সেই ঘটনায় ভাস্কররমনের ভূমিকা রয়েছে বলে মনে করছে তারা।

উল্লেখ্য, মঙ্গলবার পি চিদম্বরমের চেন্নাইয়ের বাসভবন, দিল্লির সরকারি বসভবন-সহ মোট ৯টি জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লি, চেন্নাই, ওডিশা, পঞ্জাব এবং কর্নাটকেও তল্লাশি চলে সিবিআইয়ের। সূত্র মারফত জানা গিয়েছে, চিদম্বরম পুত্র কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের বিরুদ্ধে একটি নতুন অভিযোগের সূত্রে এই তল্লাশি অভিযান। চিদম্বরম-পুত্র কার্তির বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত ওই নতুন অভিযোগ সম্প্রতি দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: Terror Attack: উপত্যকায় গ্রেনেড বিস্ফোরণে মৃত ১, আহত ৩

সিবিআইয়ের দাবি, কার্তি চিদম্বরম পঞ্জাবের একটি প্রকল্পে কিছু চীনা নাগরিককে ভিসার সুবিধা দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা অবৈধভাবে নিয়েছিলেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39