Placeholder canvas

Placeholder canvas
HomeদেশHimachal Pradesh: ক্লাসে হেসে ফেলায় পড়ুয়াকে থাপ্পড় হিমাচল প্রদেশের ডেপুটি স্পিকারের, ভাইরাল...

Himachal Pradesh: ক্লাসে হেসে ফেলায় পড়ুয়াকে থাপ্পড় হিমাচল প্রদেশের ডেপুটি স্পিকারের, ভাইরাল ভিডিয়ো

Follow Us :

সিমলা: স্কুল পরিদর্শনে গিয়ে এক পড়ুয়ার গায়ে হাত তুলে বিতর্কে জড়ালেন হিমাচল প্রদেশ বিধানসভার ডেপুটি স্পিকার হংসরাজ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পড়ুয়া হেসে ফেলেছিল বলে ক্লাসরুমে মেজাজ হারান ডেপুটি স্পিকার৷ ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিয়োতে ধমকের সুরে হংসরাজকে পড়ুয়াদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘এখানে কি কোনও এন্টারটেইনমেন্ট শো চলছে? না কি কোনও খেলা হচ্ছে? তাহলে তোমরা হাসছ কেন?’

গত বৃহস্পতিবার চম্বার একটি সরকারি স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন হংসরাজ৷ ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি ক্লাসরুমে গাদাগাদি করে মাটিতে বসে ছাত্রছাত্রীরা৷ তখনই তিনি এক ছাত্রের গায়ে হাত তোলেন৷ হিন্দিতে হংসরাজকে বলতে শোনা যায়, ‘যাকে প্রশ্ন করব সেই তো উত্তর দেবে৷ মিছিমিছি হাসছ কেন?’ বলেই পড়ুয়ার গায়ে হাত তোলেন৷

ডেপুটি স্পিকারের আচরণের নিন্দা করেছে কংগ্রেস৷ দলের বিধায়ক বিক্রমাদিত্য সিং এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক এবং অমার্জনীয়’ বলে মন্তব্য করেন৷ ওই ছাত্রের গায়ে হাত তুলে হংসরাজ ঠিক কাজ করেননি বলে মন্তব্য করেন নেটিজেনরাও৷ যদিও পড়ুয়ার বাবা রিয়াজ মহম্মদ ফেসবুক লাইভে দাবি করেন, ডেপুটি স্পিকার তাঁর ছেলের গায়ে হাত তোলেননি৷ তিনি শুধু আলতো স্পর্শ করেছিলেন৷ কিন্তু অনেকে ভিডিয়োটির ভুল ব্যাখ্যা করছে৷ এর নিন্দা করেন ছেলেটির বাবা৷

আরও পড়ুন: Madhyapradesh Mental Patient Beaten: মধ্যপ্রদেশে বিজেপি নেতার দাদাগিরি, মারে মৃত্যু মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের

RELATED ARTICLES

Most Popular