ওয়েবডেস্ক- কপ্টার বিপর্যয়ের (Copter disaster) পর ফের কেদারনাথ ধামে (Kedannath Dham) শুরু হল পরিষেবা। সরকারি সূত্র অনুসারে ১৭ জুন, মঙ্গলবার থেকে কপ্টার পরিষেবা পুরোদমে শুরু হল।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (UCADA) প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিকা এই ঘোষণা করেন। ১৫ জুন মর্মান্তিক কপ্টার দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ৭ জন পুণ্যার্থীর। কেদারনাথ থেকে গুপ্তকাশীতে ফিরতে থাকা একটি হেলিকপ্টার ভোর ৫:০০ টার দিকে গৌরীকুণ্ডের কাছে বিধ্বস্ত হয়, এতে মহারাষ্ট্রের এক দম্পতি এবং তাদের ২৩ মাস বয়সী শিশু সহ সাতজন নিহত হন। মৃত্যু হয় পাইলটেও। এর পর সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় কপ্টার পরিষেবা। ফের আজ থেকে শুরু হল এই যাত্রা।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের আইনজীবীকে ইডির নোটিশ! বিচারব্যবস্থায় আঘাত মন্তব্য আইনজীবী মহলের
রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ৷ দুর্ঘটনার জেরে এভিয়েশন সংস্থা আরিয়ানের ম্যানেজার এবং অ্যাকাউন্টেবল ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার জন্য উভয়কেই দায়ী করা হয়েছে ।
সরকারের তরফে, বিমান সংস্থাগুলিকে অসামরিক বিমান চলাচল দফতরের নিয়ম মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। কেদারঘাটির উদ্দেশ্যে পরিচালিত আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টার দুর্ঘটনায়, কোম্পানির বেস ম্যানেজার বিকাশ তোমার এবং দায়িত্বশীল ব্যবস্থাপক কৌশল পাঠকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কেদারনাথ ধাম উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার হিমালয় পর্বতমালায় অবস্থিত। হিন্দুধর্মে এর গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে। এটি ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং শিবলিঙ্গ স্বয়ম্ভু (স্বয়ম্ভু) স্বয়ম্ভু হিসেবে সম্মানিত।
দেখুন আরও খবর-