Thursday, July 3, 2025
HomeদেশSadhvi Pragya Thakur: এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে, কংগ্রেস আমলে অত্যাচার...

Sadhvi Pragya Thakur: এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে, কংগ্রেস আমলে অত্যাচার করতঃ সাধ্ধী

Follow Us :

নয়াদিল্লি: বিজেপি আমলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানুষকে হয়রান করছে না। রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসাবাদের নামে অপদস্থ করছে না। রাহুল গান্ধীকে পাঁচদিন ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে মুখ খুলে এমনই মন্তব্য বিজেপি সাংসদ সাধ্ধী প্রজ্ঞা সিং ঠাকুরের। তাঁর দাবি, কংগ্রেস আমলে ইডি-সিবিআইয়ের মত তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের নামে মারধর চালাত। মানুষকে শারীরিকভাবে নির্যাতন করত।

অতি সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে পাঁচদিন নিজেদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ন্যাশনাল হেরাল্ডমামলায় তদন্তের ক্ষেত্রে এই জিজ্ঞাসাবাদ বলে ইডি সূত্রে জানানো হয়েছিল। এইভাবে একজন হেভিওয়েট সাংসদকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ আসলে হেনস্থার নামান্তর-অভিযোগ তুলেছিল কংগ্রেস। বিষয়টি নিয়ে জয়রাম রমেশদের দাবি ছিল, রাহুল গান্ধীর সঙ্গে রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে তদন্তকারী সংস্থা দিয়ে অপদস্থ করার চক্রান্ত করেছে বিজেপি।

এবার সেই প্রসঙ্গে কংগ্রেস-রাহুলকে কটাক্ষ করলেন সাধ্ধী প্রজ্ঞা। এই বিজেপি সাংসদের দাবি, ‘আমাকে কংগ্রেস আমলে তদন্ত-জিজ্ঞসাবাদের নামে রীতিমতো হেনস্থা করা হয়। আমি শারীরিক নির্যাতনের শিকার হই। আসলে কংগ্রেস তদন্তকারী সংস্থাগুলি দিয়ে মানুষের উপর অত্যাচার চালাত’। এরপরই সাধ্ধী বলেন, ‘বিজেপি আমলে তদন্তকারী সংস্থা শুধু তদন্তই করে। মানুষকে হেনস্থা করে না’।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39