Thursday, July 3, 2025
Homeরাজনীতিভারত জোড়ো যাত্রায় নাগরিক সমাজকে শামিলের আহ্বান কংগ্রেসের

ভারত জোড়ো যাত্রায় নাগরিক সমাজকে শামিলের আহ্বান কংগ্রেসের

Follow Us :

দিল্লি: ভারত জোড়ো যাত্রায় শামিল হওয়ার জন্য নাগরিক সমাজকেও আহ্বান জানাল কংগ্রেস। সোমবার দিল্লিতে কংগ্রেসের উদ্যোগে একটি জাতীয় কনক্লেভের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিগ্বিজয় সিং, জয়রাম রমেশ প্রমুখ। কেন এই ভারত জোড়ো যাত্রা, তার বিস্তারিত ব্যাখ্যা দেন রাহুল। তিনি বলেন, বিজেপির শাসনে দেশে গণতন্ত্র আজ প্রশ্নের মুখে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কথা বললেই ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে লাগিয়ে দেওয়া হচ্ছে বিরোধীদের দিকে। অযথা হেনস্তা করা হচ্ছে বিরোধী নেতাদের। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এসবের প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছে কংগ্রেস। নাগরিক সমাজও যদি এতে শামিল হলে সরকার ভয়ে থাকবে।

কংগ্রেস সূত্রের খবর, এই কনক্লেভে নাগরিক আন্দোলনে জড়িত ব্যক্তিরা ছাড়াও বহু পেশাদার, ইউনিয়ন নেতা হাজির ছিলেন, প্রায় দেড়শো সংস্থা উপস্থিত ছিল। বিশিষ্ট লেখিকা অরুণা রায়, সায়েদা হামিদ, শারদ বেহার, পি ভি রাজগোপাল, দেবনুরা মহাদেবা, যোগেন্দ্র যাদবের মতো ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। সকলেই কংগ্রেসের এই উদ্যোগকে স্বাগত জানান। অনেকেই এই যাত্রায় অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। রাহুল-সহ কংগ্রেস নেতারা জানান, কয়েক দিনের মধ্যে নাগরিক সমাজের কাছে লিখিত আবেদনও পৌঁছে দেওয়া হবে।

জয়রাম রমেশ জানান, আগামী ৭ সেপ্টেম্বর সারা দেশ জুড়ে শুরু হবে ওই যাত্রা। পাঁচ মাস ধরে চলবে তা। রাহুল গান্ধী-সহ দলের সব নেতা অংশ নেবেন। প্রায় তিন হাজার কিমি পথ পরিক্রমা করবে এই যাত্রা।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39