Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAnis Khan: আনিসের বাড়িতে ফের হামলার অভিযোগ মৃতের দাদার, নিরাপত্তার দাবি

Anis Khan: আনিসের বাড়িতে ফের হামলার অভিযোগ মৃতের দাদার, নিরাপত্তার দাবি

Follow Us :

ফের আমতায় আনিস খানের (Anis Khan) পরিবারের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।  আমতা থানায় (Amta PS) এ ব্যাপারে সোমবার লিখিত অভিযোগ করেন নিহত আনিসের দাদা সামসুদ্দিন খান।  তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

আনিসের দাদার অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে হামলা চালায়।  অভিযোগপত্রে ১১ জনের নামও দেওয়া হয়েছে।  তিনি জানান, ওই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকতে না পেরে বাইরে থেকে ঢিল ছোড়ে।  আতঙ্কে বাড়ির লোকজন ছোটাছুটি শুরু করে দেন।  এই ঘটনায় তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ হয়ে পড়েন।  রবিবার সন্ধ্যা থেকে তাঁর অসুস্থতা বেড়ে যায়।  ডাক্তার ইউএসজি করতে বলেন।  তাতে দেখা যায়, মানসিক চাপে এবং ছোটাছুটিতে তাঁর স্ত্রীর গর্ভপাত হয়ে গিয়েছে। 

সামসুদ্দিন খানের অভিযোগ, আনিস হত্যার পর থেকেই তাঁদের পরিবারের উপর লাগাতার আক্রমণ চলছে।  গোটা পরিবারকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত চলছে।  এই সব হামলার নেতৃত্বে রয়েছেন কুশবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলি খানের নেতৃত্বে তৃণমূলের একাধিক লোক। 

প্রসঙ্গত, আগামিকাল মঙ্গলবার আনিসের হত্যার প্রকৃত তদন্তের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে এসএফআই এবং ডিওয়াইএফ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে।  পুলিশ এখনও সেই সভার অনুমতি দেয়নি।  বাম ছাত্র-যুব নেতারা জানিয়ে দিয়েছেন, পুলিশ অনুমতি না দিলেও ধর্মতলায় সমাবেশ হবেই।  তাতে যা হওয়ার, হবে।  মঙ্গলবারের সমাবেশে আনিসের পরিবারের সদস্যদেরও যাওয়ার কথা।  তাঁর গ্রাম সারদা থেকেও অনেকে যাবেন বলে দাবি বাম ছাত্র-যুব নেতারা।

RELATED ARTICLES

Most Popular