Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAnubrata Mandal: কেষ্টর মেয়ে সুকন্যাকে ফের নোটিস সিবিআইয়ের, অনুব্রতর পরিচারককে জিজ্ঞাসাবাদ

Anubrata Mandal: কেষ্টর মেয়ে সুকন্যাকে ফের নোটিস সিবিআইয়ের, অনুব্রতর পরিচারককে জিজ্ঞাসাবাদ

Follow Us :

বীরভূম: গরু পাচার কাণ্ডে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে ফের নোটিস সিবিআইয়ের। সূত্রের খবর, শুক্রবার বেশকিছু অ্যাকাউন্ট সংক্রান্ত নথি চেয়ে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি এদিনই জ্যোতির্ময় দাস নামে অনুব্রতর এক পরিচারককে ডেকে পাঠাল সিবিআই। জ্যোতির্ময় অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে কাজ করত। দু’বছর আগে চোর অপবাদে তাঁকে কাজ থেকে বরখাস্ত করা হয়। শান্তিনিকেতনে রতনকুঠির গেস্ট হাউসে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সিবিআই সূত্রে খবর, সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে বিদেশ যোগ। বিদেশি অ্যাকাউন্ট থেকে সুকন্যার অ্য়াকাউন্টে টাকা এসেছে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নগদ টাকা বিদেশে পাঠানো হয়েছিল। সেই টাকা সুকন্য়ার অ্যাকাউন্টে নিয়ে এসে হোয়াইট করা হয়েছে বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করে সিবিআই। গতকাল বেলা ১১টা নাগাদ সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিঠকে ডেকে পাঠানো হয়। তাঁকে বেশ কিছু সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় বলেন, সিবিআইকে সবরকম সহযোগিতা করেছি।

আরও পড়ুন: Mahalaya: বিলুপ্তপ্রায় রেডিও যুগে ভোরে আজও মহিষাসুরমর্দিনী শোনেন অশীতিপর বৃদ্ধ

এদিকে, বুধবার গরু পাচার কাণ্ডে ব্যাঙ্কের এক কর্মীকে ডেকে পাঠায় সিবিআই। তাঁকে শান্তিনিকেতনের সিবিআই অস্থায়ী ক্যাম্পে মলয় পিটের ব্যাঙ্ক সংক্রান্ত নথি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু নথি সংগ্রহ করে। 

RELATED ARTICLES

Most Popular