Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNSA Ajit Doval: বুলেট চলল না, পিএফআইয়ের শিকড় উপড়ে দিলেন অজিত দোভাল

NSA Ajit Doval: বুলেট চলল না, পিএফআইয়ের শিকড় উপড়ে দিলেন অজিত দোভাল

Follow Us :

একছিটে বারুদের গন্ধ না-ছড়িয়েই দেশজুড়ে কট্টরপন্থী জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) কোমর ভেঙে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (NSA Ajit Doval)। কোন জাদুতে তাঁর এই রণকৌশল কাজে দিল, তাতে অবাক অনেকেই।

সম্প্রতি কেরালা (Kerala) সফরে গিয়ে দোভাল সেখানকার পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পুরো ছক বাতলে আসেন। কাকপক্ষীতে যাতে টের না পায় সে ব্যবস্থাও করা ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Home Minister Amit Shah) নির্দেশ অনুযায়ী পদে পদে কাজ করে গিয়েছেন। শুধু তাই নয়, এই অভিযানের ছক তৈরি করতে তিন থেকে চার মাস সময় লেগেছে। আশ্চর্যের হলেও সত্যি, এই অভিযানের জন্য দেশের বড় বড় মুসলিম নেতাদের সমর্থন জোগাড় করা হয়েছে।

আরও পড়ুন: PFI’s Kerala Bandh: পিএফআইয়ের কেরালা হরতালে ব্যাপক অশান্তি, ভাঙচুর, পেট্রল বোমা

২ সেপ্টেম্বর। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কোচিতে আইএনএস বিক্রান্তকে (INS Vikrant) জল ভাসাচ্ছেন, সেই সময় এনএসএ অজিত দোভাল পিএফএর শিকড় উপড়ে ফেলার ছক কষছিলেন। কেরালায় কাজ সেরে তিনি চলে যান মুম্বই। সেখানে তিনি রাজ্যপালের বাসভবনে বসে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে তাঁর দফায় দফায় বৈঠক ৩৭০ ধারা বিলোপ ও উরি সার্জিকাল স্ট্রাইকের (Uri surgical strike) সময়ও হয়েছিল। শাহের নির্দেশের তাঁর এই কৌশল একেবার আস্তিনের তলায় লুকানো ছিল।

বৃহস্পতিবার এনআইএ এবং ইডির প্রায় ২০০ অফিসার, জঙ্গিদমন বাহিনী (ATS) এবং ১০ রাজ্যের পুলিশ বাহিনী একযোগে তল্লাশিতে নামে। তল্লাশির সময় বিমানও প্রস্তুত রাখা হয়েছিল। পিএফআই জঙ্গি নেতাদের প্রয়োজনে গ্রেফতার করে অন্যত্র নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য। গোটা একটা দিনরাত দোভাল নিজে এই অভিযানের তদারকি করেছেন। সবথেকে বড় কথা এতবড় অভিযানে একটি বুলেটও খরচ না করে পিএফআইকে নিকেশ করেছে দোভাল-বাহিনী।

RELATED ARTICLES

Most Popular